হোম > সারা দেশ > রাজবাড়ী

সরকারি চাল চুরির মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার ৩নং যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান মন্ডল (৪৮) কে চাল ও পাটবীজ চুরির মামলায় জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে রাজবাড়ী জেলা দায়রা জজ আদালত। ২৬শে অক্টোবর মঙ্গলবার এ আদেশ প্রদান করেন মহামান্য আদালত। তিনি উপজেলার চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে। 

উল্লেখ্য-২০২০ সালের ১৯শে এপ্রিল উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের, পাংশা বাঁশআরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত নিজস্ব গোডাউন থেকে ৩০ কেজির ১৩৪ বস্তা সরকারি চাল এবং এক কেজি ওজনের ১৩৫ প্যাকেট পাট বীজ উদ্ধার করেছিল পাংশা থানা-পুলিশ। 

২০২০ সালের ১৯শে এপ্রিল পাংশা মডেল থানার এস আই ননী গোপাল বাদী হয়ে আব্দুর রাজ্জাক শাহকে প্রধান আসামি এবং যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে দুই নম্বর আসামি করে এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে ৪০৬ / ৪০৯ / ৩৪ ধারায় মামলা করা হয়। যার মামলা নং ৬।
 
ওই ঘটনার পরে ইউপি চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হন তিনি। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসেন। ২৬ অক্টোবর রাজবাড়ীর বিশেষ আদালতে জামিনের জন্য আবেদন করেন কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে