পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ৪ জনকে র্যাব সদর দপ্তর থেকে বনানী থানায় নেওয়া হচ্ছে। র্যাবের একটি গাড়িতে পরীমণি ও তার ম্যানেজার আশরাফুল ইসলাম বিপু এবং আরেকটি গাড়িতে রাজ ও তাঁর ম্যানেজার সবুজ মিয়াকে নিয়ে যাচ্ছে র্যাব।
আটক ৪ জনের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে এবং প্রযোজক রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
এর আগে কুর্মিটোলায় অবস্থিত র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে র্যাব। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে বলেন, বুধবার (৪ আগস্ট) পরীমণির বাসায় একটি মিনি বার পাওয়া গেছে। এ বারে নতুন মাদক এলএসডি, আইস ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করা হয়।
পরীমণিকে পিরোজপুর থেকে ঢাকায় সিনেমা জগতে আনে গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম রাজ। রাজ খুলনার একটি মাদ্রাসা থেকে দাখিল পাশ করে ঢাকায় আসেন ১৯৮৯ সালে। ঢাকায় এসে নামে বেনামে বিভিন্ন মিডিয়ার সঙ্গে যুক্ত হন। পরে নিজের নামেই রাজ মাল্টিমিডিয়া নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেন।
আরও পড়ুন: