হোম > সারা দেশ > ঢাকা

পরীমণি ও রাজকে বনানী থানায় নেওয়া হচ্ছে

প্রতিনিধি, উত্তরা

পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ৪ জনকে র‍্যাব সদর দপ্তর থেকে বনানী থানায় নেওয়া হচ্ছে। র‍্যাবের একটি গাড়িতে পরীমণি ও তার ম্যানেজার আশরাফুল ইসলাম বিপু এবং আরেকটি গাড়িতে রাজ ও তাঁর ম্যানেজার সবুজ মিয়াকে নিয়ে যাচ্ছে র‍্যাব। 

আটক ৪ জনের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে এবং প্রযোজক রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। 

এর আগে কুর্মিটোলায় অবস্থিত র‍্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে র‍্যাব। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে বলেন, বুধবার (৪ আগস্ট) পরীমণির বাসায় একটি মিনি বার পাওয়া গেছে। এ বারে নতুন মাদক এলএসডি, আইস ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করা হয়। 

সংবাদ সম্মেলনে বলা হয়, আটক শামসুর নাহার স্মৃতি ওরফে পরীমণি ২০১৪ পিরোজপুর থেকে এসএসসি শেষ করে ঢাকায় আসেন। সিনেমা জগতে এসে এ পর্যন্ত তিনি ৩০টি সিনেমা ও ৫ /৭টি টিভিসিতে অভিনয় করেছেন। ২০১৬ থেকে তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করেন। মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে তিনি বাসায় একটি মিনিবার করেছেন। মিনিবার থাকায় তার বাসায় ডিজে পার্টির আয়োজন করা হতো। বিভিন্ন উচ্চাভিলাষী লোকজন এ বারে আসতেন। সেই পার্টিতে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করতেন রাজ। 

পরীমণিকে পিরোজপুর থেকে ঢাকায় সিনেমা জগতে আনে গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম রাজ। রাজ খুলনার একটি মাদ্রাসা থেকে দাখিল পাশ করে ঢাকায় আসেন ১৯৮৯ সালে। ঢাকায় এসে নামে বেনামে বিভিন্ন মিডিয়ার সঙ্গে যুক্ত হন। পরে নিজের নামেই রাজ মাল্টিমিডিয়া নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেন। 

আরও পড়ুন:

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯