হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাবের টি-শার্ট পরে পরিবহনে চাঁদাবাজি, আটক যুবক

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় রবিউল ইসলাম নামের এক ভুয়া র‍্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি র‍্যাবের একটি টি-শার্ট পরিহিত ছিলেন। পুলিশ বলছে, তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়া ব্যক্তি। 

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ডে বিভিন্ন পরিবহন আটকে চাঁদাবাজির সময় তাঁকে আটক করা হয়। 

আটককৃত রবিউল ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ থানার সিঙ্গারুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, সকাল থেকে ওই ব্যক্তি সড়কে বিভিন্ন গাড়িতে ওঠেন আর নামেন। কখনো বিভিন্ন গাড়িকে নির্দেশনা দিয়ে চলে যেতে বলেন। দেখে সন্দেহ হলে তাঁকে ট্রাফিক বক্সে এনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে ট্রাফিক পুলিশ। এ সময় তাঁর গায়ে র‍্যাবের টি-শার্ট পরিহিত দেখে কোথায় কর্মরত আছেন এমন প্রশ্নের জবাবে তিনি সদুত্তর দিতে পারেননি। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছেন। তিনি র‍্যাবের কোনো সদস্য না। পরে থানা-পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তাঁকে আটক করে নিয়ে যায় আশুলিয়া থানা-পুলিশ। 

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ‘গত ৩ থেকে ৪ মাস ধরে পরিবহনে চাঁদাবাজি করে আসছেন রবিউল ইসলাম। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’ 

 

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১