হোম > সারা দেশ > রাজবাড়ী

স্বর্ণালংকারসহ বিকাশে আসা টাকা ছিনতাইয়ের জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যা: পুলিশ 

রাজবাড়ী ও পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বিকাশে থাকা টাকা হাতিয়ে নিতে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর তাঁদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।

নিহতের নাম রুনা খাতুন (৩০)। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী।

গতকাল রোববার ভোর রাতে আনিছুর রহমানের নিজ বাড়ির উঠান থেকে রুনার খাতুনের পা বাধা মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানা-পুলিশ। পরে আনিছুর রহমানের ভাই মো. রায়হান বাদী হয়ে পাংশা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে মিলন শেখ (২৭), একই গ্রামের দুই কিশোর। মামলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত রুনা খাতুনের বিকাশে থাকা অর্থ ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়েছে বলে তারা জানিয়েছে। নিহত রুনা খাতুনের ছিনতাই হওয়া মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে।

এসপি আরও বলেন, ওই নারী নগদ টাকা ও স্বর্ণালংকারের প্রতিও লোভ ছিল আসামিদের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান।

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে