হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে অবৈধ পানি-বিদ্যুতের সংযোগ বন্ধে বাধা, রাস্তা অবরোধ বস্তিবাসীর

আজকের পত্রিকা ডেস্ক­

মিরপুর-১২ নম্বরের রাস্তা অবরোধ করলে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বস্তিবাসীর বাধার মুখে পড়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সংযোগ বন্ধের কার্যক্রম শুরু হলে বস্তিবাসী প্রথমে বাধা দেয় এবং পরে সড়ক অবরোধ করে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষ পুলিশসহ মিরপুর ঝিলপাড় বস্তির অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করতে যায়। এতে বস্তিবাসী উত্তেজিত হয়ে বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে।

একপর্যায়ে বস্তিবাসী দুপুরের দিকে মিরপুর-১২ নম্বরের রাস্তা অবরোধ করে। ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করলেও বস্তিবাসী রাস্তার পাশে অবস্থান করায় যান চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

মিরপুর-১২ নম্বরের রাস্তা অবরোধ করলে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে বেলা দেড়টার দিকে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তানিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, বস্তিবাসী প্রথমে রাস্তা অবরোধ করেছিল। এখন তারা রাস্তা থেকে সরে পাশে অবস্থান নিয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন