হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে অবৈধ পানি-বিদ্যুতের সংযোগ বন্ধে বাধা, রাস্তা অবরোধ বস্তিবাসীর

আজকের পত্রিকা ডেস্ক­

মিরপুর-১২ নম্বরের রাস্তা অবরোধ করলে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বস্তিবাসীর বাধার মুখে পড়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সংযোগ বন্ধের কার্যক্রম শুরু হলে বস্তিবাসী প্রথমে বাধা দেয় এবং পরে সড়ক অবরোধ করে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষ পুলিশসহ মিরপুর ঝিলপাড় বস্তির অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করতে যায়। এতে বস্তিবাসী উত্তেজিত হয়ে বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে।

একপর্যায়ে বস্তিবাসী দুপুরের দিকে মিরপুর-১২ নম্বরের রাস্তা অবরোধ করে। ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করলেও বস্তিবাসী রাস্তার পাশে অবস্থান করায় যান চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

মিরপুর-১২ নম্বরের রাস্তা অবরোধ করলে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে বেলা দেড়টার দিকে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তানিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, বস্তিবাসী প্রথমে রাস্তা অবরোধ করেছিল। এখন তারা রাস্তা থেকে সরে পাশে অবস্থান নিয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন