হোম > সারা দেশ > টাঙ্গাইল

এক বাইকে তিন কিশোর, ২ জন নিহত অপরজন মুমূর্ষু

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে দুই জন মারা গেছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের কুইচামারা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— মো. রিপন মিয়া (১৫) আসর উদ্দিনের ছেলে, আল-আমিন (১৫) রহিম উদ্দিনের ছেলে। গুরুতর আহত মো. আমিনুর ইসলাম (১৩) হবিবুর রহমান হবির ছেলে। তারা তিনজনই উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রী হরিপুর পাতলাচড়া গ্রামের। তারা একে অপরের প্রতিবেশী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি কুইচামারা ব্রিজের কাছে এসে গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্রিজের সতর্কতা খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় চালক রিপন মিয়া। অপর দুজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে আল-আমিনও মারা যায়। আমিনুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আল-আমিনের বন্ধু কবির হোসেন জানান, তারা তিনজন মিলে মোটরসাইকেল নিয়ে আরেক বন্ধুর বাড়িতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া বলেন, ‘নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি