হোম > সারা দেশ > ঢাকা

রিমালের প্রভাবে আজ ঢাকায় ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার ঢাকায় ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল মঙ্গলবার সারাদিনও থাকবে রিমালের প্রভাব। এদিন ঢাকার আকাশ মেঘলা থাকবে ও বৃষ্টি ঝরবে। এর পরের আরও দুই থেকে তিনদিন ঢাকাসহ দেশের আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে। গরম থাকলেও সেটি সহনীয় হবে।

আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সোমবার রিমালের প্রভাবে ঢাকায় বৃষ্টি হয়েছে ১৫১ মিলিমিটার। আর দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ২৩৫ মিলিমিটার। পটুয়াখালীতে ২১১ মিলিমিটার। এ ছাড়া চাঁদপুর, ফেনী, খুলনা আর সাতক্ষীরাতেও ১০০ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতুলিয়াতে ৩৩ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘রিমালের প্রভাবে মঙ্গলবার বৃষ্টি থাকবে। এরপরের দুই থেকে তিন দিন আবহাওয়া ঠান্ডা ঠান্ডায় থাকবে। এরপর গরম আসবে। তবে জুনে তেমন তাপপ্রবাহ হয় না। এই সময়ে মৌসুমি বায়ু প্রবেশ করে দেশে।’

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান গতকাল বলেন, ‘রিমাল সকালে প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড় ও সবশেষে উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের মধ্যভাগে অবস্থান নেয়। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে আজ মঙ্গলবার আরও দুর্বল হয়ে বৃষ্টি ঝড়িয়ে একই দিক দিয়ে নিম্নচাপ আকারে আসামের দিকে চলে যাবে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের আগামীকাল তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

রায়েরবাজারে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর ‎

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ