হোম > সারা দেশ > ঢাকা

পাখির ধাক্কায় শাহজালালে টার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজের জরুরি অবতরণ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয় , দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কা লাগার পরপরই ফ্লাইটটি অবতরণে বাধ্য হয়। উড়োজাহাজটিতে ১১ জন ক্রু ও ২৮০ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে রয়েছেন।

ফ্লাইট TK713 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী ছিল। সফলভাবে উড্ডয়নের কিছুক্ষণ পর পাখির ধাক্কায় ইঞ্জিনে তীব্র কম্পন অনুভূত হয়।

ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ জানিয়েছে, পাখির ধাক্কার পরপরই দ্বিতীয় ইঞ্জিনে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তবে ফ্লাইট ক্যাপ্টেন নিশ্চিত করেন, আগুন না লাগলেও তীব্র কম্পন অনুভূত হয়েছিল।

জরুরি পরিস্থিতি হিসেবে উড়োজাহাজটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড (AOG)’ ঘোষণা করে অবতরণ করানো হয়। যেহেতু ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে, তাই মেরামতের কাজ শুরু করা হয়েছে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।

এদিকে, যাত্রীদের জন্য নিকটবর্তী হোটেলে বিশ্রামের ব্যবস্থা করেছে বিমান সংস্থাটি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আজ সকাল ৭টা ৯ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট TK713, উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। পাইলট সতর্কতা মূলকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকাল ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করান। ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন। সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবর পড়ুন:

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক