হোম > সারা দেশ > ঢাকা

পাখির ধাক্কায় শাহজালালে টার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজের জরুরি অবতরণ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয় , দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কা লাগার পরপরই ফ্লাইটটি অবতরণে বাধ্য হয়। উড়োজাহাজটিতে ১১ জন ক্রু ও ২৮০ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে রয়েছেন।

ফ্লাইট TK713 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী ছিল। সফলভাবে উড্ডয়নের কিছুক্ষণ পর পাখির ধাক্কায় ইঞ্জিনে তীব্র কম্পন অনুভূত হয়।

ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ জানিয়েছে, পাখির ধাক্কার পরপরই দ্বিতীয় ইঞ্জিনে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তবে ফ্লাইট ক্যাপ্টেন নিশ্চিত করেন, আগুন না লাগলেও তীব্র কম্পন অনুভূত হয়েছিল।

জরুরি পরিস্থিতি হিসেবে উড়োজাহাজটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড (AOG)’ ঘোষণা করে অবতরণ করানো হয়। যেহেতু ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে, তাই মেরামতের কাজ শুরু করা হয়েছে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।

এদিকে, যাত্রীদের জন্য নিকটবর্তী হোটেলে বিশ্রামের ব্যবস্থা করেছে বিমান সংস্থাটি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আজ সকাল ৭টা ৯ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট TK713, উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। পাইলট সতর্কতা মূলকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকাল ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করান। ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন। সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবর পড়ুন:

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক