ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত ৮টায়, তৃতীয় জামাত ৯টায়, চতুর্থ জামাত ১০ টায় এবং শেষ জামায়াত ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ধারাবাহিকভাবে পাঁচটি জামাতে ঈদ উল ফিতরে নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি জামাতে আলাদা আলাদা ইমাম ইমামতী করবেন। কোনো ইমাম যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন সেকারণে বিকল্প হিসেবে একজন ইমাম থাকবেন।
করোনা পরিস্থিতিতে ঈদের নামাজে স্বাস্থ্যবিধি পালনের ক্ষেত্রে যেসব নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো মেনেই নামাজ অনুষ্ঠিত হবে। দেশের সকল স্থানে ধর্ম মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।