হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরায় ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে উত্তরার কসাইবাড়ি, আব্দুল্লাহপুর ও টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মোখাউলা গ্রামের সেলিমের ছেলে আরিফ নাঈম, বগুড়ার শাহজাহানপুর উপজেলার বীরগ্রামের আব্দুল গণির ছেলে মোহাম্মদ মারুফ, নরসিংদীর পলাশ উপজেলার করতেতুন গ্রামের মৃত আওলাদের মোহাম্মদ হৃদয়, পিরোজপুরের মঠবাড়িয়ার আব্দুল গণির ছেলে মোহাম্মদ রায়হান, নরসিংদীর সদর উপজেলার পেয়ারা গ্রামের মিন্টু মিয়ার ছেলে মো. সোহান (২৫)।

এ বিষয়ে র‍্যাব-১ এর (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘কসাইবাড়ি এলাকা থেকে একটি মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় দুই ছিনতাইকারী। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা মোবাইলটি টঙ্গীর মাজার বস্তিতে ৩৫০০ টাকার বিনিময়ে বিক্রি করেছেন।’

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ‘সেই সূত্র ধরে টঙ্গী মাজার বস্তিতে অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করা হয়। সেই সঙ্গে ছিনতাইকারী চক্রের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য বিমানবন্দর ও টঙ্গী পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ