হোম > সারা দেশ > টাঙ্গাইল

নিয়োগ পরীক্ষায় অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবেনা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় কোনো অনিয়ম বা আপত্তিকর কিছু হলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সে যত বড় শক্তিধর ব্যক্তি হোক না কেন এখানে কাউকে ছাড় দেওয়া হবে না।’ আজ শুক্রবার টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘টাঙ্গাইলের যে কয়েকটা কেন্দ্র পরিদর্শন করেছি প্রত্যেকটাই অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রশাসনে যারা রয়েছে তারাও দায়িত্বশীল মানুষ। প্রথম ধাপ স্বচ্ছতার মাধ্যমে হয়েছে। আজকের পরীক্ষাটাও স্বচ্ছতার মাধ্যমে হয়েছে বলে আমি আশা করি। আমরা সুন্দর ও স্বচ্ছ একটি নিয়োগ কার্যক্রম জাতিকে উপহার দিতে চাই।’ 

প্রতিমন্ত্রী শহরের কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা হক, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ। 

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলায় মোট ২৩টি কেন্দ্রে ১৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান