হোম > সারা দেশ > ঢাকা

কানাডাপ্রবাসী নারী হত্যার ঘটনায় মামলা, স্বামীর বাবা-ভাইসহ গ্রেপ্তার ৪

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে স্বামীর বাড়ির আঙিনা থেকে কানাডাপ্রবাসী আফরোজা বেগমের (৩৬) মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর ছোট ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় মামলাটি করেন।

মামলায় পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে হত্যা ও হত্যায় সহযোগিতা এবং হত্যার পর লাশ ঘুমের অভিযোগ আনা হয়। নিহতের দ্বিতীয় স্বামী আশরাফুল আলমকে (৪৮) প্রধান আসমি করে পাঁচজনের নামে মামলা দেওয়া হয়। 

মামলার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য আটক হওয়া চারজন ওই নারীর স্বামী আশরাফুল আলমের বাবা শামছুদ্দিন আহম্মেদ (৭৯), ভাই সজীব আলম (৪৪), ভাইয়ের স্ত্রী তাহমিনা বাসার (৪২) ও খালা পান্না চৌধুরীকে (৫২) গ্রেপ্তার দেখানো হয়েছে। যদিও মূল হোতা আশরাফুল আলম কানাডায় পলাতক রয়েছেন বলে বৃহস্পতিবার রাতে আজকের পত্রিকাকে জানিয়েছেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোসাম্মাত রেজিয়া খাতুন। 

এর আগে দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের বাড়ির আঙিনা খুঁড়ে গতকাল বুধবার (৩১ মে) রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এর পরপরই আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখায় পুলিশ। 

নিহত ওই নারী হলেন নীলফামারী জেলার ডোমার উপজেলার নীজভোগডাবুড়ি গ্রামের মো. আতাউল্লাহ মণ্ডলের মেয়ে। আশরাফুল ছিলেন তাঁর দ্বিতীয় স্বামী। আফরোজা বেগমের প্রথম সংসারে এক ছেলে (অন্তু ২৩) ও এক মেয়ে (অন্নেছা ১৬) রয়েছে। নিহত নারী, ঘাতক স্বামী ও নিহতের দুই সন্তান কানাডার সিটিজেন। 

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজিয়া খাতুন বলেন, ‘গ্রেপ্তার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হবে। সেই সঙ্গে মূল আসামি আশরাফুল আলমকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে