হোম > সারা দেশ > ঢাকা

মগবাজার বিস্ফোরণ: ধ্বংসস্তূপে বাবার লাশ খুঁজছেন হেনা বেগম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মগবাজার শর্মা হাউসের বিস্ফোরণের পর তিন দিন ধরে ধ্বংসস্তূপে বাবার লাশ খুঁজছেন হেনা বেগম (৪১)। আজ মঙ্গলবারও শর্মা হাউসের ধসে পড়া অংশে বাবার ছবি নিয়ে দাঁড়িয়ে বারবার আহাজারি করছেন তিনি। হেনা বেগম কান্না জড়িত কণ্ঠে বলতে থাকেন, 'ভাই একটু দেখন, বিল্ডিংয়ের ভাঙা অংশের নিচে আমার বাবার লাশ আছে।' 

হেনা বেগমের বাবার নাম হারুনুর রশীদ (৭১)। তাঁর গ্রামের বাড়ি বরিশাল উজিরপুর থানায়। তিনি মগবাজার ওয়ারলেসে বিস্ফোরণ হওয়া শর্মা হাউস ভবনে গার্ডের কাজ করতেন। হেনাও মগবাজার এলাকার একটি বাসায় থাকেন। ভালো কিছু রান্না করলে বাবার জন্য খাবার নিয়ে আসতেন তিনি। 

হেনা জানিয়েছেন, রোববার (২৭) রাতে বিস্ফোরণ হওয়ার একটু আগেও তিনি তাঁর বাবার সঙ্গে কথা বলেছেন। তাঁর নাতির খোঁজ নিয়েছেন হারুনুর রশীদ। কথা বলা অবস্থায় হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে আর বাবার খোঁজ পাচ্ছেন না। তিনি আহাজারি করে বলেন, সবাই তাঁদের স্বজনদের পাচ্ছেন। আহতদের হাসপাতালে, নিহতদের মর্গে। কিন্তু আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি এখন কার দুয়ারে যাব। 

হেনার অভিযোগ, বাড়ির মালিক তাঁর বাবা হারুনুর রশীদকে ঠিকমতো বেতন-ছুটি দিত না। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়ে হেনা বেগম বলেন, 'মা, আপনি আমার বাবাকে ফিরিয়ে দেন। আপনিও আপনার বাবাকে হারাইছেন, লাশ পাইছেন। আমি তো আমার বাবার লাশও খুঁজে পাচ্ছি না।' 

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি