হোম > সারা দেশ > ঢাকা

মগবাজার বিস্ফোরণ: ধ্বংসস্তূপে বাবার লাশ খুঁজছেন হেনা বেগম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মগবাজার শর্মা হাউসের বিস্ফোরণের পর তিন দিন ধরে ধ্বংসস্তূপে বাবার লাশ খুঁজছেন হেনা বেগম (৪১)। আজ মঙ্গলবারও শর্মা হাউসের ধসে পড়া অংশে বাবার ছবি নিয়ে দাঁড়িয়ে বারবার আহাজারি করছেন তিনি। হেনা বেগম কান্না জড়িত কণ্ঠে বলতে থাকেন, 'ভাই একটু দেখন, বিল্ডিংয়ের ভাঙা অংশের নিচে আমার বাবার লাশ আছে।' 

হেনা বেগমের বাবার নাম হারুনুর রশীদ (৭১)। তাঁর গ্রামের বাড়ি বরিশাল উজিরপুর থানায়। তিনি মগবাজার ওয়ারলেসে বিস্ফোরণ হওয়া শর্মা হাউস ভবনে গার্ডের কাজ করতেন। হেনাও মগবাজার এলাকার একটি বাসায় থাকেন। ভালো কিছু রান্না করলে বাবার জন্য খাবার নিয়ে আসতেন তিনি। 

হেনা জানিয়েছেন, রোববার (২৭) রাতে বিস্ফোরণ হওয়ার একটু আগেও তিনি তাঁর বাবার সঙ্গে কথা বলেছেন। তাঁর নাতির খোঁজ নিয়েছেন হারুনুর রশীদ। কথা বলা অবস্থায় হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে আর বাবার খোঁজ পাচ্ছেন না। তিনি আহাজারি করে বলেন, সবাই তাঁদের স্বজনদের পাচ্ছেন। আহতদের হাসপাতালে, নিহতদের মর্গে। কিন্তু আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি এখন কার দুয়ারে যাব। 

হেনার অভিযোগ, বাড়ির মালিক তাঁর বাবা হারুনুর রশীদকে ঠিকমতো বেতন-ছুটি দিত না। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়ে হেনা বেগম বলেন, 'মা, আপনি আমার বাবাকে ফিরিয়ে দেন। আপনিও আপনার বাবাকে হারাইছেন, লাশ পাইছেন। আমি তো আমার বাবার লাশও খুঁজে পাচ্ছি না।' 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন