হোম > সারা দেশ > ঢাকা

মগবাজার বিস্ফোরণ: ধ্বংসস্তূপে বাবার লাশ খুঁজছেন হেনা বেগম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মগবাজার শর্মা হাউসের বিস্ফোরণের পর তিন দিন ধরে ধ্বংসস্তূপে বাবার লাশ খুঁজছেন হেনা বেগম (৪১)। আজ মঙ্গলবারও শর্মা হাউসের ধসে পড়া অংশে বাবার ছবি নিয়ে দাঁড়িয়ে বারবার আহাজারি করছেন তিনি। হেনা বেগম কান্না জড়িত কণ্ঠে বলতে থাকেন, 'ভাই একটু দেখন, বিল্ডিংয়ের ভাঙা অংশের নিচে আমার বাবার লাশ আছে।' 

হেনা বেগমের বাবার নাম হারুনুর রশীদ (৭১)। তাঁর গ্রামের বাড়ি বরিশাল উজিরপুর থানায়। তিনি মগবাজার ওয়ারলেসে বিস্ফোরণ হওয়া শর্মা হাউস ভবনে গার্ডের কাজ করতেন। হেনাও মগবাজার এলাকার একটি বাসায় থাকেন। ভালো কিছু রান্না করলে বাবার জন্য খাবার নিয়ে আসতেন তিনি। 

হেনা জানিয়েছেন, রোববার (২৭) রাতে বিস্ফোরণ হওয়ার একটু আগেও তিনি তাঁর বাবার সঙ্গে কথা বলেছেন। তাঁর নাতির খোঁজ নিয়েছেন হারুনুর রশীদ। কথা বলা অবস্থায় হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে আর বাবার খোঁজ পাচ্ছেন না। তিনি আহাজারি করে বলেন, সবাই তাঁদের স্বজনদের পাচ্ছেন। আহতদের হাসপাতালে, নিহতদের মর্গে। কিন্তু আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি এখন কার দুয়ারে যাব। 

হেনার অভিযোগ, বাড়ির মালিক তাঁর বাবা হারুনুর রশীদকে ঠিকমতো বেতন-ছুটি দিত না। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়ে হেনা বেগম বলেন, 'মা, আপনি আমার বাবাকে ফিরিয়ে দেন। আপনিও আপনার বাবাকে হারাইছেন, লাশ পাইছেন। আমি তো আমার বাবার লাশও খুঁজে পাচ্ছি না।' 

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে