হোম > সারা দেশ > ঢাকা

চিকিৎসা নিতে ঢাকায় এসে পিকআপের চাপায় প্রাণ গেল নারীর

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের মৌলভীরটেক এলাকায় রিকশা থেকে পড়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফরিদা বানু (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে মৌলভীরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফরিদা বানুর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। তাঁর স্বামীর নাম জামাল হাওলাদার।

হাসপাতালে নিহত নারীর ভাগনি সেলিনা বেগম জানান, কয়েক মাস ধরে পায়ের ব্যথায় ভুগছিলেন ফরিদা বানু। অনেক দিন ধরে তাঁকে ঢাকায় এনে চিকিৎসা করানোর জন্য অনুরোধ করছিলেন। গতকাল শুক্রবার সেলিনা বেগম তাঁকে ঢাকায় নিয়ে আসেন। খিলগাঁওয়ের নবীনবাগে সেলিনার এক বোনের বাসায় ওঠেন তিনি। চিকিৎসা নিতে আজ সকালে তাঁরা দুজন ফরাজি হাসপাতালে যান। সেখানে সিরিয়াল দেওয়ার পর তাঁদের রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে আসতে বলা হয়। এরপর হাসপাতাল থেকে একটি ব্যাটারিচালিত রিকশায় করে নবীনবাগের বাসায় ফিরছিলেন তাঁরা। বাসার অদূরে নবীনবাগ ও মৌলভীরটেক এলাকার মাঝামাঝি রাস্তায় এলে তাঁদের রিকশাকে পেছন থেকে আরেকটি রিকশা ধাক্কা দেয়। এতে রিকশার ডান পাশে বসে থাকা ফরিদা বানু ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাঁর ওপর দিয়ে চলে যায়।

আবু রায়হান সরদার নামে এক পথচারী বলেন, নবীনবাগ ও মৌলভীরটেক এলাকার মাঝামাঝি রাস্তায় এ ঘটনা ঘটেছে। রিকশা থেকে পড়ে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ্যান ওই নারীর ওপর উঠে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তাঁর স্বজন ও পথচারীরা। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ