হোম > সারা দেশ > ঢাকা

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে পৃথক ঘটনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তানভীর হাসান ও আয়নাল হক নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুজনের মৃত্যু হয়। 

আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ চৌরাস্তা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা যান আয়নাল হক। অপরদিকে মোল্লারটেক উদয়ন স্কুল সংলগ্ন চারতলা নির্মাণাধীন ভবন থেকে গতকাল শনিবার সকাল ৯টার দিকে পড়ে আহত হন তানভীর হাসান। পরে তাকে উদ্ধার করা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ রোববার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। 

আয়নাল হক ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খারুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি দক্ষিণখানের জয়নাল মার্কেট পানির পাম্প এলাকায় ভাড়া থাকতেন। অপরদিকে তানভীর হাসান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সাকুরা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। তিনি দক্ষিণখানের প্রেম বাগান মোড় এলাকায় ভাড়া থাকতেন। 

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়দাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনের জানালায় লাগানোর জন্য এসএস পাইপ নিয়ে আসে। পাইপটি জানালায় লাগানোর সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়, তখন আয়নাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পরে মারা যান। অপরদিকে মোল্লারটেক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে ভবনের নির্মাণকাজ করতে গিয়ে পড়ে যান তানভীর হাসান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ 

ওসি মামুন জানান, পৃথক ঘটনায় দুজন নির্মাণ শ্রমিক নিহতের কারণে আলাদা আলাদাভাবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল