হোম > সারা দেশ > ঢাকা

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে পৃথক ঘটনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তানভীর হাসান ও আয়নাল হক নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুজনের মৃত্যু হয়। 

আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ চৌরাস্তা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা যান আয়নাল হক। অপরদিকে মোল্লারটেক উদয়ন স্কুল সংলগ্ন চারতলা নির্মাণাধীন ভবন থেকে গতকাল শনিবার সকাল ৯টার দিকে পড়ে আহত হন তানভীর হাসান। পরে তাকে উদ্ধার করা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজ রোববার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। 

আয়নাল হক ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খারুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি দক্ষিণখানের জয়নাল মার্কেট পানির পাম্প এলাকায় ভাড়া থাকতেন। অপরদিকে তানভীর হাসান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সাকুরা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। তিনি দক্ষিণখানের প্রেম বাগান মোড় এলাকায় ভাড়া থাকতেন। 

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়দাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনের জানালায় লাগানোর জন্য এসএস পাইপ নিয়ে আসে। পাইপটি জানালায় লাগানোর সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়, তখন আয়নাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পরে মারা যান। অপরদিকে মোল্লারটেক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে ভবনের নির্মাণকাজ করতে গিয়ে পড়ে যান তানভীর হাসান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ 

ওসি মামুন জানান, পৃথক ঘটনায় দুজন নির্মাণ শ্রমিক নিহতের কারণে আলাদা আলাদাভাবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির