হোম > সারা দেশ > রাজবাড়ী

‘বাজি ধরে’ পুকুর সাঁতরাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে পুকুরে নেমে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে। 

নিহত সৌরভ (১৭) পৌর শহরের সত্যজিদপুর গ্রামের আফজালের ছেলে। সে পাংশা সরকারি জর্জ উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। 

আজ পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের শিশু পার্কে বসেছিল তারা। এ সময় সাঁতরিয়ে পুকুর পার হবে বলে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সৌরভ। পরে সাতড়িয়ে পুকুর পার হওয়ার সময় মাঝ পুকুরে ডুবে যায় সৌরভ। 

এই বিষয়ে সৌরভের বন্ধু আসিফ বলে, ‘আমরা পরীক্ষা শেষে তিন বন্ধু উপজেলার পার্কে এসে ছিলাম। পরে আমার এক বন্ধু বলে সাঁতার দিয়ে এই পুকুর পার হতে পারবে কে? তখন সৌরভ বলে, আমি পারব। ওপর এক বন্ধু সৌরভকে বলে, তুই তো সাঁতার জানিস না। তোর নামার দরকার নেই। এ সময় সৌরভ বলে, ‘আমি সাঁতার জানি।’ পরে অন্য বন্ধুরা বলে, ঠিক আছে তুই সাঁতার দিয়ে ওপরে যেতে পারলে আমরা তোকে এক হাজার টাকা দেব।’ 

পরে সৌরভ বাজি ধরে পুকুরে নেমে মাঝ পুকুরে গেলে ডুবে নিখোঁজ হয়। পরে পাংশা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টা উদ্ধার অভিযানের পর সৌরভের মৃতদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মহিদুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমাদের একটা টিম পুকুরে নেমে নিখোঁজ কিশোরকে উদ্ধার অভিযান শুরু করে। এর মধ্যে ফরিদপুর ডুবুরি টিমকে খবর দেই। ডুবুরি টিম আসার আগেই স্থানীয়দের সহযোগিতায় ৩০–৪০ মিনিটের মধ্যে নিখোঁজ সৌরভকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘বন্ধুদের সঙ্গে বাজি ধরার বিষয়টি নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু