হোম > সারা দেশ > রাজবাড়ী

‘বাজি ধরে’ পুকুর সাঁতরাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে পুকুরে নেমে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে। 

নিহত সৌরভ (১৭) পৌর শহরের সত্যজিদপুর গ্রামের আফজালের ছেলে। সে পাংশা সরকারি জর্জ উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। 

আজ পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের শিশু পার্কে বসেছিল তারা। এ সময় সাঁতরিয়ে পুকুর পার হবে বলে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সৌরভ। পরে সাতড়িয়ে পুকুর পার হওয়ার সময় মাঝ পুকুরে ডুবে যায় সৌরভ। 

এই বিষয়ে সৌরভের বন্ধু আসিফ বলে, ‘আমরা পরীক্ষা শেষে তিন বন্ধু উপজেলার পার্কে এসে ছিলাম। পরে আমার এক বন্ধু বলে সাঁতার দিয়ে এই পুকুর পার হতে পারবে কে? তখন সৌরভ বলে, আমি পারব। ওপর এক বন্ধু সৌরভকে বলে, তুই তো সাঁতার জানিস না। তোর নামার দরকার নেই। এ সময় সৌরভ বলে, ‘আমি সাঁতার জানি।’ পরে অন্য বন্ধুরা বলে, ঠিক আছে তুই সাঁতার দিয়ে ওপরে যেতে পারলে আমরা তোকে এক হাজার টাকা দেব।’ 

পরে সৌরভ বাজি ধরে পুকুরে নেমে মাঝ পুকুরে গেলে ডুবে নিখোঁজ হয়। পরে পাংশা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টা উদ্ধার অভিযানের পর সৌরভের মৃতদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মহিদুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমাদের একটা টিম পুকুরে নেমে নিখোঁজ কিশোরকে উদ্ধার অভিযান শুরু করে। এর মধ্যে ফরিদপুর ডুবুরি টিমকে খবর দেই। ডুবুরি টিম আসার আগেই স্থানীয়দের সহযোগিতায় ৩০–৪০ মিনিটের মধ্যে নিখোঁজ সৌরভকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘বন্ধুদের সঙ্গে বাজি ধরার বিষয়টি নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।’

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের