হোম > সারা দেশ > ঢাকা

জবিতে র‍্যাগিং ও যৌন নিপীড়নের অভিযোগে ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‍্যাগিং ও যৌন নিপীড়নের অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৬২ তম সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী মেহেদী হাসান ও রাকিব ইসলাম ফারাবি। তাদের দুজনকে জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগিং দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

আরেকজন হলেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আশিকুল ইসলাম আশিক। এ শিক্ষার্থীর বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আশিকুল ইসলাম নামের পদার্থবিজ্ঞান বিভাগের এক ছাত্রকে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে পদার্থবিজ্ঞান বিভাগ যৌন নিপীড়ন বিরোধী সেল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল এ ছাত্রের বিরুদ্ধে অভিযোগটি তদন্ত করছে।

প্রক্টর আরও বলেন, সাংবাদিকতা বিভাগের একাডেমিক সভার মাধ্যমে অপর দুই শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের সম্পৃক্ততার বিষয়টি আবেদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে জমা দিয়েছে বিভাগ। এটার ওপর ভিত্তি করেই এ দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন