হোম > সারা দেশ > ঢাকা

জবিতে র‍্যাগিং ও যৌন নিপীড়নের অভিযোগে ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‍্যাগিং ও যৌন নিপীড়নের অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৬২ তম সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী মেহেদী হাসান ও রাকিব ইসলাম ফারাবি। তাদের দুজনকে জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগিং দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

আরেকজন হলেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আশিকুল ইসলাম আশিক। এ শিক্ষার্থীর বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আশিকুল ইসলাম নামের পদার্থবিজ্ঞান বিভাগের এক ছাত্রকে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে পদার্থবিজ্ঞান বিভাগ যৌন নিপীড়ন বিরোধী সেল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল এ ছাত্রের বিরুদ্ধে অভিযোগটি তদন্ত করছে।

প্রক্টর আরও বলেন, সাংবাদিকতা বিভাগের একাডেমিক সভার মাধ্যমে অপর দুই শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের সম্পৃক্ততার বিষয়টি আবেদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে জমা দিয়েছে বিভাগ। এটার ওপর ভিত্তি করেই এ দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট