হোম > সারা দেশ > ঢাকা

জবিতে র‍্যাগিং ও যৌন নিপীড়নের অভিযোগে ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‍্যাগিং ও যৌন নিপীড়নের অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৬২ তম সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী মেহেদী হাসান ও রাকিব ইসলাম ফারাবি। তাদের দুজনকে জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগিং দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

আরেকজন হলেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আশিকুল ইসলাম আশিক। এ শিক্ষার্থীর বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আশিকুল ইসলাম নামের পদার্থবিজ্ঞান বিভাগের এক ছাত্রকে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে পদার্থবিজ্ঞান বিভাগ যৌন নিপীড়ন বিরোধী সেল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল এ ছাত্রের বিরুদ্ধে অভিযোগটি তদন্ত করছে।

প্রক্টর আরও বলেন, সাংবাদিকতা বিভাগের একাডেমিক সভার মাধ্যমে অপর দুই শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের সম্পৃক্ততার বিষয়টি আবেদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে জমা দিয়েছে বিভাগ। এটার ওপর ভিত্তি করেই এ দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়।

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে