হোম > সারা দেশ > ঢাকা

ঈদের ছুটিতে যানজটের শহর ঢাকা ফাঁকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেই চিরচেনা রূপে নেই ঢাকা। ছুটির আমেজে কিছুটা জিরিয়ে নিচ্ছে জ্যামের শহর। আত্মীয়-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য শহর ছেড়েছেন সিংহভাগ মানুষ। রাজধানী থেকে সাময়িক বিরতি নিয়েছে চিরচেনা সেই ব্যস্ততা ও ভিড়। 

সরেজমিন আজ বুধবার সকাল থেকে দেখা গেছে, রাজধানীর প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা। যানজট তো নেই, সড়কে গাড়ি কিংবা মানুষেরও যাতায়াত কম। যেসব গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত, সেগুলো এখন যাওয়া যাচ্ছে অল্প সময়ে। 
 
রাজধানীর রামপুরা, বাড্ডা, হাতিরঝিল, মালিবাগ, মৌচাক, খিলগাঁও, শান্তিনগর, শাহবাগ, পল্টন, সচিবালয়, কাকরাইল, মৎস্য ভবন, হাইকোর্ট, ধানমন্ডি, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজার এলাকার রাস্তাগুলোতে ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন থেকে শুরু করে রিকশা-ভ্যানও অনেক কম। 

গাজীপুরে যাওয়ার জন্য মালিবাগ মোড়ে দাঁড়িয়ে আছেন ব্যবসায়ী জামিলুর রহমান। তিনি বলেন, ‘বাস পেতে দেরি হচ্ছে। ঈদের আগের দিন, তাই রাস্তায় গাড়ি চলাচল কম। তবে জ্যাম না থাকায় তাড়াতাড়ি পৌঁছানো যাবে।’ 

এদিকে ঈদের আগের দিন হওয়ায় বাসে ভাড়া বেশি তোলারও অভিযোগ পাওয়া গেছে। তুরাগ বাসের যাত্রী নিলুফার ইয়াসমিন বলেন, ‘আজকে টাকা বেশি নিচ্ছে। বলতেছে ঈদের বকশিশ বলে নিলে সমস্যা নেই। না বলেই অনেকে নিয়ে নেয়।’ 

এবার ঈদের ছুটি ১০, ১১ ও ১২ এপ্রিল। পরদিন অর্থাৎ ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। এরও পরদিন রোববার বাংলা নববর্ষের ছুটি। সব মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি থাকবে। এরপর হয়তো আবারও চিরচেনা রূপে ফিরবে ঢাকা।

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২

ফুটপাত দখল, পথচারী রাস্তায়

হাদির ওপর হামলা: তীব্র নিন্দা ও বিচার দাবি রাজনৈতিক দলগুলোর

জুলাইয়ের মুখ হাদি গুলিবিদ্ধ, অবস্থা সংকটাপন্ন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাড্ডায় চলন্ত বাসে আগুন

হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ডিএমপি