হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ আইয়ে দৌড় দে! 

প্রতিনিধি, গুলশান-বাড্ডা

রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা অংশের ভ্রমণ স্পটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আড্ডায় মেতে উঠেছিল শত শত মানুষ। ঠিক এমন সময়ে সাইরেন বাজিয়ে টহলে আসে বাড্ডা থানার টহল পুলিশ। পুলিশের এমন আগমনে আড্ডা মেতে ওঠাদের মধ্যে থেকে হঠাৎই একযোগে অনেকেই বলে উঠে 'পুলিশ আইয়ে দৌড় দে! ' 

আকস্মিক এমন সতর্কবার্তা ও পুলিশের সাইরেনের শব্দ শোনার মাত্র ১ মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে এমন চিত্র দেখা গেছে রাজধানীর হাতিরঝিলে। 

ঘুরতে আসা একজন সুলাইমান। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সুলাইমান জানান, 'সপ্তাহ জুড়ে কাজ করতে করতে বোরিং হওয়ার হয় তিনি এখানে একটু রিলাক্স করতে এসেছেন। এখানে বসে কিছুক্ষণ রিফ্রেশমেন্ট করবে।' 

সরকার কঠোর লকডাউনে বের হতে নিষেধাজ্ঞা দেওয়ার পরও শুধু রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে বের হওয়া কতটা জরুরি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সপ্তাহে ৬ দিন রাত-দিন কাজ করি। মাত্র একদিন ছুটি পাই। এই ছুটির দিনে বাসায় থাকলে বোরিং লাগে। তাই বোরিংনেস কাটানোর জন্য একটু এখানে এসেছি। কিন্তু এখানে এসে দেখি প্রচুর মানুষের ভিড়। তারপরও কী আর করার! কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে যাব।' 

হাতিরঝিলের বাসিন্দা নিলয় জানান, 'প্রতিদিন বিকেলবেলা একটু সময় পার করতে এখানে আসি। কিন্তু এত এত মানুষ এখানে এসে বসে থাকেন যার কারণে আমাদের ঝুঁকিতে পড়তে হয়।' 

দেশে করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। কিন্তু তারপরও মানুষের সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন নিলয়। বলেন, কারও মাঝে সংক্রমণের ভয় নেই। তাই সবাই একসঙ্গে জড়ো হয়ে আড্ডায় মেতে ওঠেন। এটা এখানকার নিত্যদিনের চিত্র বলেও দাবি করেন তিনি।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে