হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ আইয়ে দৌড় দে! 

প্রতিনিধি, গুলশান-বাড্ডা

রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা অংশের ভ্রমণ স্পটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আড্ডায় মেতে উঠেছিল শত শত মানুষ। ঠিক এমন সময়ে সাইরেন বাজিয়ে টহলে আসে বাড্ডা থানার টহল পুলিশ। পুলিশের এমন আগমনে আড্ডা মেতে ওঠাদের মধ্যে থেকে হঠাৎই একযোগে অনেকেই বলে উঠে 'পুলিশ আইয়ে দৌড় দে! ' 

আকস্মিক এমন সতর্কবার্তা ও পুলিশের সাইরেনের শব্দ শোনার মাত্র ১ মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে এমন চিত্র দেখা গেছে রাজধানীর হাতিরঝিলে। 

ঘুরতে আসা একজন সুলাইমান। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সুলাইমান জানান, 'সপ্তাহ জুড়ে কাজ করতে করতে বোরিং হওয়ার হয় তিনি এখানে একটু রিলাক্স করতে এসেছেন। এখানে বসে কিছুক্ষণ রিফ্রেশমেন্ট করবে।' 

সরকার কঠোর লকডাউনে বের হতে নিষেধাজ্ঞা দেওয়ার পরও শুধু রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে বের হওয়া কতটা জরুরি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সপ্তাহে ৬ দিন রাত-দিন কাজ করি। মাত্র একদিন ছুটি পাই। এই ছুটির দিনে বাসায় থাকলে বোরিং লাগে। তাই বোরিংনেস কাটানোর জন্য একটু এখানে এসেছি। কিন্তু এখানে এসে দেখি প্রচুর মানুষের ভিড়। তারপরও কী আর করার! কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে যাব।' 

হাতিরঝিলের বাসিন্দা নিলয় জানান, 'প্রতিদিন বিকেলবেলা একটু সময় পার করতে এখানে আসি। কিন্তু এত এত মানুষ এখানে এসে বসে থাকেন যার কারণে আমাদের ঝুঁকিতে পড়তে হয়।' 

দেশে করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। কিন্তু তারপরও মানুষের সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন নিলয়। বলেন, কারও মাঝে সংক্রমণের ভয় নেই। তাই সবাই একসঙ্গে জড়ো হয়ে আড্ডায় মেতে ওঠেন। এটা এখানকার নিত্যদিনের চিত্র বলেও দাবি করেন তিনি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু