হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে রাতের অন্ধকারে গৃহবধূকে পিটিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিমা বেগম (৪০) নামে এক গৃহবধূকে রাতের অন্ধকারে একা পেয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয় ওই গৃহবধূর স্বামী থানায় অভিযোগ করেছেন। 

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর রমজানপুর গ্রামের নান্নু ফকিরের সঙ্গে একই এলাকার পান্নু ফকিরের বাড়ির জমি জমা নিয়ে বেশ কিছুদিন ধরে শত্রুতা চলে আসছে। এর জেরে পান্নু ফকিরের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে নান্নু ফকিরের স্ত্রী শিমা বেগমকে খালি রাতের আঁধারে পিটিয়ে জখম করে। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে ভর্তি করেন। পরে নান্নু ফকির কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন। 
 
ভুক্তভোগীর স্বামী নান্নু ফকির বলেন, ‘বিনা অপরাধে আমার স্ত্রীকে পান্নু ও তাঁর লোকজন পিটিয়ে আহত করেছে। আমি সঠিক বিচার চাই।’ 
 
তবে অভিযুক্ত পান্নু ফকির ঘটনা অস্বীকার করে বলেন, ‘আমার ওপর হামলা করেছে নান্নু ফকির। আমি কাউকে হামলা করিনি।’ 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’  

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা