হোম > সারা দেশ > ঢাকা

সাভার থানায় দুই দিনে ৪২টি জিডি, ১০টি অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, সাভার

৫ আগষ্ট লুটপাট ও অগ্নিসংযোগের ধ্বংসস্তূপের মধ্যেই মঙ্গলবার থেকে সাভার থানার কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শুরুর পর থানায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ৪২টি সাধারণ ডায়েরি (জিডি) ও ১০টি অভিযোগ জমা পড়েছে। 

থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) ফারজানা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সকাল থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩২টি জিডি হয়েছে। গত মঙ্গলবার কোনো অভিযোগ জমা পড়েনি। তবে আজ সন্ধ্যা পর্যন্ত ১০টি অভিযোগ পড়েছে।’ 

জানা গেছে, গত ৫ আগষ্ট থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পর কয়েকদিন অরক্ষিত ছিল। এরপর আনসার ও সেনাবাহিনী থানায় অবস্থান নেয়। গত সোমবার কয়েকজন পরিদর্শক থানায় যোগ দেন। এর আগে ওই দিন ঢাকার পুলিশ সুপার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিততে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা। 

গতকাল মঙ্গলবার ও আজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অধিকাংশ কর্মকর্তা আর কনস্টেবল থানায় যোগ দিয়েছেন। সন্ধ্যায় সাভার থানায় গিয়ে দেখা যায়, এখনো শিক্ষার্থীরা ধ্বংসস্তূপ অপসারণ করছে। আনসার ও সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অধিকাংশ কর্মকর্তা ও কনস্টেবল থানায় যোগদান করেছেন। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বাকিরা যোগদান করবেন।’ 

তিনি আরও বলেন, ‘একদিকে থানার ধ্বংসস্তূপ অপসারণের কাজ চলছে। অন্যদিকে নাগরিকদের সেবা দেওয়া হচ্ছে। কিন্তু কম্পিউটার ও আসবাবপত্র না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ