হোম > সারা দেশ > ঢাকা

সাভার থানায় দুই দিনে ৪২টি জিডি, ১০টি অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, সাভার

৫ আগষ্ট লুটপাট ও অগ্নিসংযোগের ধ্বংসস্তূপের মধ্যেই মঙ্গলবার থেকে সাভার থানার কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শুরুর পর থানায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ৪২টি সাধারণ ডায়েরি (জিডি) ও ১০টি অভিযোগ জমা পড়েছে। 

থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) ফারজানা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সকাল থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩২টি জিডি হয়েছে। গত মঙ্গলবার কোনো অভিযোগ জমা পড়েনি। তবে আজ সন্ধ্যা পর্যন্ত ১০টি অভিযোগ পড়েছে।’ 

জানা গেছে, গত ৫ আগষ্ট থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পর কয়েকদিন অরক্ষিত ছিল। এরপর আনসার ও সেনাবাহিনী থানায় অবস্থান নেয়। গত সোমবার কয়েকজন পরিদর্শক থানায় যোগ দেন। এর আগে ওই দিন ঢাকার পুলিশ সুপার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিততে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা। 

গতকাল মঙ্গলবার ও আজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অধিকাংশ কর্মকর্তা আর কনস্টেবল থানায় যোগ দিয়েছেন। সন্ধ্যায় সাভার থানায় গিয়ে দেখা যায়, এখনো শিক্ষার্থীরা ধ্বংসস্তূপ অপসারণ করছে। আনসার ও সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অধিকাংশ কর্মকর্তা ও কনস্টেবল থানায় যোগদান করেছেন। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বাকিরা যোগদান করবেন।’ 

তিনি আরও বলেন, ‘একদিকে থানার ধ্বংসস্তূপ অপসারণের কাজ চলছে। অন্যদিকে নাগরিকদের সেবা দেওয়া হচ্ছে। কিন্তু কম্পিউটার ও আসবাবপত্র না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে