হোম > সারা দেশ > ঢাকা

চুরি ও ক্ষতি ঠেকাতে ডিএনসিসির স্মার্ট ডাস্টবিন, বেজে উঠবে অ্যালার্ম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০০টি স্মার্ট ডাস্টবিন স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। চুরিসহ ক্ষয়ক্ষতি ঠেকাতে স্মার্ট এই ডাস্টবিনে বিশেষ প্রযুক্তির মাধ্যমে একটি অ্যালার্ম বসানো রয়েছে, যার মাধ্যমে কেউ এই বিনের কোনো অংশ খুলে ফেললে স্বয়ংক্রিয়ভাবে বেজে উঠবে। আজ সোমবার গুলশান-২ নগর ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম।

এই স্মার্ট ডাস্টবিনগুলো রক্ষণাবেক্ষণ করবে গুলশান সোসাইটি। এর ব্যবস্থাপনায়ও থাকবে তারা। সোসাইটির কর্মীরা এ ডাস্টবিন তদারকি করবে, কোনো ডাস্টবিন ক্ষতিগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিএনসিসি এলাকায় ডাস্টবিন স্থাপন কার্যক্রমের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন দীর্ঘদিন ধরে আমার সঙ্গে পরিচ্ছন্ন শহর গড়ায় কাজ করছে। মিরপুর প্যারিস খাল, মোহাম্মদপুর রামচন্দ্রপুর খালের ময়লা পরিষ্কারে অংশ নিয়েছে। জানতে পেরেছি-বিডি ক্লিন ৮ বছর শেষে ৫৮টি জেলা টিম আর ১৫৭টি উপজেলা টিমের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। ৪৬ হাজারে অধিক সক্রিয় সদস্য। পরিচ্ছন্ন কার্যক্রম করে এত বড় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশে আর নেই। বিডি ক্লিন দেশকে ভালোবেসে, শহরকে ভালোবেসে পরিচ্ছন্ন কার্যক্রম করে যাচ্ছে।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শহরকে, দেশকে ভালোবাসলে কেউ যেখানে-সেখানে ময়লা ফেলতে পারে না। সবাই শুধু নিজেকে নিয়ে চিন্তা করছে, দখল দূষণ করছে। আমরা খাল থেকে বর্জ্য সংগ্রহ করে প্রদর্শনী করেছি। জানাতে চেয়েছি-মানুষ নির্বিচারে কী ধরনের বর্জ্য ফেলছে। লেপ, তোশক, চেয়ার, টেবিল, কমোডসহ এমন কিছু নেই খালে ও ড্রেনে পাওয়া যাচ্ছে না। সবাইকে আহ্বান করছি-দয়া করে কেউ খালে, ড্রেনে ময়লা ফেলবেন না। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেলে ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন প্রমুখ।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব