হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আমাদের দলে অনেক নেতা আছেন যাঁরা সরকারের এত উন্নয়ন অস্বীকার করেন: মমতাজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘আমাদের দলের অনেক নেতা আছেন, যাঁরা সরকারের এত উন্নয়ন অস্বীকার করেন। তাঁরা আবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান। আপনারা আর যা-ই বলেন, দেশের উন্নয়নের কথা অস্বীকার কইরেন না।’

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের মধুর আড্ডা রেস্টুরেন্টে কলেজশিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মমতাজ বলেন, ‘একটি দেশে একই সরকার বারবার ক্ষমতায় থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। বাংলাদেশেও তা-ই হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা চাই, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। দেশের উন্নয়ন অব্যাহত থাকে।’ 

সংসদ সদস্য মমতাজ বলেন, আওয়ামী লীগ সরকার পরপর ক্ষমতায় আসায় অবহেলিত মানিকগঞ্জে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, পদ্মার বেড়িবাঁধসহ ব্যাপক উন্নয়ন হয়েছে।

সিঙ্গাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরুদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন গোলাইডাংগা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজের অধ্যক্ষ কোহিনূর ইসলাম, বায়রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবু দুলাল চন্দ্র রায়, বায়রা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোহম্মদ আলী, সিঙ্গাইর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল রেজাউল সামীম, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, বাবু স্বপন কুমার মণ্ডল, মোশারফ হোসেনসহ অনেকে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির