হোম > সারা দেশ > ঢাকা

সাভারে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুরসহ ৮২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ হোসেন (২৯) নিহতের ঘটনায় সাভার থানায় হত্যা মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে এ মামলা করা হয়। মামলায় মোট ৮২১ জনকে আসামি করা হয়েছে।

মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও সাভারের সাবেক সংসদ সদস্য এনামুর রহমান, সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভারের সাবেক মেয়ের ও সাভার পৌর আওয়ামী লীগের মেয়র আবদুল গনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়েছে।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান মামলা রজু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাজ্জাদ হোসেন সাভারের আউকপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন। গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট সাড়ে ৯টার দিকে সাজ্জাদ হোসেন কেনাকাটার জন্য সাভার বাজার বাসস্ট্যান্ডে যান। ওই দিন (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্ররা সাভার বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন করছিলেন। এ সময় এনামুর রহমান, মঞ্জুরুল আলম রাজীব ও আবদুল গনিসহ মামলার ১ থেকে ১০ নম্বর পর্যন্ত আসামিদের নেতৃত্বে অন্য আসামিরা সাজ্জাদ হোসেনকে লাঠিপেটা করার পর গুলি করেন।

স্থানীয়রা ওই দিন বিকেলে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (৬ আগস্ট) তিনি মারা যান।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন