হোম > সারা দেশ > ঢাকা

রিকশা শ্রমিকের আত্মহননের দায় রাষ্ট্রের

গত মঙ্গলবার ঢাকার সাভারে রিকশা আটকের প্রেক্ষিতে নাজমুল কাজী (৩০) নামে এক অটোরিকশা চালক ক্ষোভে-দুঃখে আত্মহত্যা করেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। 

বিবৃতিতে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, ‘রিকশা শ্রমিকের আত্মহত্যা প্রকৃত অর্থে রাষ্ট্র কর্তৃক হত্যার শামিল, এর দায় রাষ্ট্রের।’ 

নেতৃবৃন্দ বলেন, ‘রিকশা শ্রমিকের এই আত্মহননের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সারা দেশে পুলিশ কর্তৃক রিকশা আটক ও রিকশা শ্রমিকদের ওপর পুলিশের অমানবিক জুলুম নির্যাতন চলে। শ্রমিকদের রুটি-রুজির মাধ্যম রিকশা আটক করে জরিমানার নামে শ্রমিকের কষ্টে অর্জিত অর্থ লুটে নেওয়া হয়। পুলিশের জুলুম নির্যাতন ও দুর্নীতির কারণে এই পেশার শ্রমিকেরা আজ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছে।’ 

নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট সম্প্রতি ব্যাটারিচালিত যানবাহন ও থ্রি-হুইলার মহাসড়ক ব্যতীত সকল সড়কে চলাচল করতে পারবে বলে আদেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতের এই আদেশ বাস্তবায়ন না করে নিজেদের পকেট ভরতে রিকশা আটক করে আদালত অবমাননা করছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের আদেশের বাস্তবায়ন দাবি করেন।’ 

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন