হোম > সারা দেশ > ঢাকা

রিকশা শ্রমিকের আত্মহননের দায় রাষ্ট্রের

গত মঙ্গলবার ঢাকার সাভারে রিকশা আটকের প্রেক্ষিতে নাজমুল কাজী (৩০) নামে এক অটোরিকশা চালক ক্ষোভে-দুঃখে আত্মহত্যা করেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। 

বিবৃতিতে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, ‘রিকশা শ্রমিকের আত্মহত্যা প্রকৃত অর্থে রাষ্ট্র কর্তৃক হত্যার শামিল, এর দায় রাষ্ট্রের।’ 

নেতৃবৃন্দ বলেন, ‘রিকশা শ্রমিকের এই আত্মহননের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সারা দেশে পুলিশ কর্তৃক রিকশা আটক ও রিকশা শ্রমিকদের ওপর পুলিশের অমানবিক জুলুম নির্যাতন চলে। শ্রমিকদের রুটি-রুজির মাধ্যম রিকশা আটক করে জরিমানার নামে শ্রমিকের কষ্টে অর্জিত অর্থ লুটে নেওয়া হয়। পুলিশের জুলুম নির্যাতন ও দুর্নীতির কারণে এই পেশার শ্রমিকেরা আজ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছে।’ 

নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট সম্প্রতি ব্যাটারিচালিত যানবাহন ও থ্রি-হুইলার মহাসড়ক ব্যতীত সকল সড়কে চলাচল করতে পারবে বলে আদেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতের এই আদেশ বাস্তবায়ন না করে নিজেদের পকেট ভরতে রিকশা আটক করে আদালত অবমাননা করছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের আদেশের বাস্তবায়ন দাবি করেন।’ 

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে