হোম > সারা দেশ > নরসিংদী

ধান কেটে উৎসবের উদ্বোধন শিল্পমন্ত্রীর

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ধানকাটা উৎসবের উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ শুক্রবার সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের হেতেমদী গ্রামে এক কৃষকের খেতের পাকা ধান কেটে তিনি এর উদ্বোধন করেন।

হেতেমদী গ্রামে মনোহরদী উপজেলা কৃষক লীগ ধানকাটা উৎসবের আয়োজন করে। উৎসবে উপস্থিত থেকে মন্ত্রী উপজেলা কৃষক লীগের নেতাদের সঙ্গে ধান কাটায় অংশ নেন। এ সময় একাধিক কৃষকের কয়েক বিঘা জমির ধান কেটে দেওয়া হয়।

ধানকাটা উৎসবে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে কৃষক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন কৃষকের পাশে দাঁড়িয়েছে। আমি প্রত্যাশা করি বোরো ধান উৎপাদন করে কৃষক লাভবান হবেন। কারণ, সারসহ ধান উৎপাদনে সহায়ক বিভিন্ন সামগ্রী পর্যাপ্ত সরবরাহ করা হয়েছিল। এসব সামগ্রী কৃষক ন্যায্যমূল্যে কিনতে পেরেছে।’

মনোহরদী উপজেলা কৃষক লীগের সভাপতি মো. রমজান আলী ও সাধারণ সম্পাদক খাইরুল আমীন তারেকের সমন্বয়ে ধানকাটা উৎসবে অংশ নেন নরসিংদী জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুল হক বজলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম, মনোহরদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. জহিরুল হক জুয়েলসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে