হোম > সারা দেশ > ঢাকা

‘কোটি টাকায়’ অফিসে ফিরে মেয়র দেখেন পদ নেই

ফরিদপুর প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বিএনপিপন্থী কয়েকজন কাউন্সিলরকে দেড় কোটি টাকায় হাত করে গত রোববার কার্যালয়ে ফিরে আসেন বলে এলাকায় গুঞ্জন ওঠে। তবে তা স্থায়ী হলো না। এক দিন পরই গতকাল সোমবার সরকারের সিদ্ধান্তে মেয়রের পদ হারিয়েছেন তিনি।

অমিতাভ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ২ হাজার কোটি টাকা পাচার মামলার আসামি। দুই সপ্তাহ আত্মগোপনে থাকার পর রোববার দুপুরে তিনি পৌরসভা কার্যালয়ে ফেরেন। এ সময় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের অনুসারী শহর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ মিয়া, বিএনপিপন্থী ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিনালসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

এরপরই গুঞ্জন ওঠে, বিএনপিপন্থী কয়েকজন কাউন্সিলরকে টাকা দিয়ে হাত করেছেন অমিতাভ। এ ঘটনায় অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে মেয়র অমিতাভসহ ১০ কাউন্সিলরের পদত্যাগের দাবিতে গতকাল বিক্ষোভ ও পদযাত্রা করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা মেয়র ও কাউন্সিলরদের কক্ষে তালা ঝুলিয়ে দেন। কর্মসূচি শেষ হওয়ার পরপরই জানা যায়, অমিতাভসহ সারা দেশের ৩২৩ জন পৌর মেয়রকে পদ থেকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক