হোম > সারা দেশ > ঢাকা

নারীর ব্যাংক হিসাব থেকে আড়াই লাখ টাকা গায়েবের অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে এক নারীর ব্যাংক হিসাব থেকে আড়াই লাখ টাকা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গতকাল বৃহস্পতিবার মুলাদী ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। 

থানায় অভিযোগ দেওয়া ওই নারী হলেন মুলাদী পৌরসভার চরগুদিঘাটা গ্রামের সৌদি আরবপ্রবাসী আসাদুজ্জামানের স্ত্রী লাবনী আক্তার। তাঁর দাবি, ব্যাংকের কর্মকর্তাদের অবহেলায় হিসাব থেকে টাকা গায়েব হয়েছে। 

লাবনী আক্তার জানান, তাঁর স্বামী গত ৪ মার্চ এক ব্যক্তির মাধ্যমে ইসলামী ব্যাংকের হিসাব নম্বরে আড়াই লাখ টাকা পাঠান। ওই দিনই তিনি ব্যাংকে গিয়ে টাকা জমা হওয়ার বিষয় নিশ্চিত হন। গত ৬ মার্চ ব্যাংকে টাকা তুলতে গেলে কর্মকর্তারা বলেন, হিসাবে কোনো টাকা নাই। 

ব্যাংকের কর্মকর্তারা হিসাব বিবরণী প্রিন্ট করে দেন লাবনী আক্তারকে। তিনি তাতে দেখতে পান ৬২৫ বারে ৪০০ টাকা করে আড়াই লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। লাবনী আক্তার বলেন, ‘এই টাকা আমি তুলি নাই। টাকা না পেয়ে আমি গতকাল মুলাদী ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।’ 

এ বিষয়ে মুলাদী ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. নূর ই আলম সিদ্দিকী বলেন, ‘গ্রাহকের হিসাব থেকে টাকা উধাওয়ের সঙ্গে কোনো ব্যাংক কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই। লাবনী আক্তার গোপন পিন নম্বর কাউকে দিয়ে থাকলে সেই ব্যক্তি টাকা তুলে নিয়ে থাকতে পারেন।’ 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘প্রবাসীর স্ত্রীর অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান