হোম > সারা দেশ > ঢাকা

নারীর ব্যাংক হিসাব থেকে আড়াই লাখ টাকা গায়েবের অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে এক নারীর ব্যাংক হিসাব থেকে আড়াই লাখ টাকা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গতকাল বৃহস্পতিবার মুলাদী ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। 

থানায় অভিযোগ দেওয়া ওই নারী হলেন মুলাদী পৌরসভার চরগুদিঘাটা গ্রামের সৌদি আরবপ্রবাসী আসাদুজ্জামানের স্ত্রী লাবনী আক্তার। তাঁর দাবি, ব্যাংকের কর্মকর্তাদের অবহেলায় হিসাব থেকে টাকা গায়েব হয়েছে। 

লাবনী আক্তার জানান, তাঁর স্বামী গত ৪ মার্চ এক ব্যক্তির মাধ্যমে ইসলামী ব্যাংকের হিসাব নম্বরে আড়াই লাখ টাকা পাঠান। ওই দিনই তিনি ব্যাংকে গিয়ে টাকা জমা হওয়ার বিষয় নিশ্চিত হন। গত ৬ মার্চ ব্যাংকে টাকা তুলতে গেলে কর্মকর্তারা বলেন, হিসাবে কোনো টাকা নাই। 

ব্যাংকের কর্মকর্তারা হিসাব বিবরণী প্রিন্ট করে দেন লাবনী আক্তারকে। তিনি তাতে দেখতে পান ৬২৫ বারে ৪০০ টাকা করে আড়াই লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। লাবনী আক্তার বলেন, ‘এই টাকা আমি তুলি নাই। টাকা না পেয়ে আমি গতকাল মুলাদী ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।’ 

এ বিষয়ে মুলাদী ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. নূর ই আলম সিদ্দিকী বলেন, ‘গ্রাহকের হিসাব থেকে টাকা উধাওয়ের সঙ্গে কোনো ব্যাংক কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই। লাবনী আক্তার গোপন পিন নম্বর কাউকে দিয়ে থাকলে সেই ব্যক্তি টাকা তুলে নিয়ে থাকতে পারেন।’ 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘প্রবাসীর স্ত্রীর অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব