হোম > সারা দেশ > ঢাকা

নারীর ব্যাংক হিসাব থেকে আড়াই লাখ টাকা গায়েবের অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে এক নারীর ব্যাংক হিসাব থেকে আড়াই লাখ টাকা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গতকাল বৃহস্পতিবার মুলাদী ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। 

থানায় অভিযোগ দেওয়া ওই নারী হলেন মুলাদী পৌরসভার চরগুদিঘাটা গ্রামের সৌদি আরবপ্রবাসী আসাদুজ্জামানের স্ত্রী লাবনী আক্তার। তাঁর দাবি, ব্যাংকের কর্মকর্তাদের অবহেলায় হিসাব থেকে টাকা গায়েব হয়েছে। 

লাবনী আক্তার জানান, তাঁর স্বামী গত ৪ মার্চ এক ব্যক্তির মাধ্যমে ইসলামী ব্যাংকের হিসাব নম্বরে আড়াই লাখ টাকা পাঠান। ওই দিনই তিনি ব্যাংকে গিয়ে টাকা জমা হওয়ার বিষয় নিশ্চিত হন। গত ৬ মার্চ ব্যাংকে টাকা তুলতে গেলে কর্মকর্তারা বলেন, হিসাবে কোনো টাকা নাই। 

ব্যাংকের কর্মকর্তারা হিসাব বিবরণী প্রিন্ট করে দেন লাবনী আক্তারকে। তিনি তাতে দেখতে পান ৬২৫ বারে ৪০০ টাকা করে আড়াই লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। লাবনী আক্তার বলেন, ‘এই টাকা আমি তুলি নাই। টাকা না পেয়ে আমি গতকাল মুলাদী ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।’ 

এ বিষয়ে মুলাদী ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. নূর ই আলম সিদ্দিকী বলেন, ‘গ্রাহকের হিসাব থেকে টাকা উধাওয়ের সঙ্গে কোনো ব্যাংক কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই। লাবনী আক্তার গোপন পিন নম্বর কাউকে দিয়ে থাকলে সেই ব্যক্তি টাকা তুলে নিয়ে থাকতে পারেন।’ 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘প্রবাসীর স্ত্রীর অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান