হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ২ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার পরিচয় দিয়ে নিলামে হাইয়েচ গাড়ি পাইয়ে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর ডিবি পুলিশ। 

আজ বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সাভারের কর্ণপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মিন্টুর কাছ থেকে একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার চরিতাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে মাহাবুর রহমান ওরফে মিন্টু (২৭) এবং একই থানার মনমথ গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মো. ওমর ফারুক (৩৪)। তাঁরা দুজনই সাভারে ভাড়া বাসায় বসবাস করতেন। 

পুলিশ বলছে, টাকা আত্মসাতের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মিন্টু খেলনা পিস্তল ব্যবহার করে নিজেকে ডিবি পুলিশ হিসেবে পরিচয় দিতেন। রাজু খন্দকার (৩৪) নামে এক ব্যক্তির সঙ্গে এভাবে পরিচিত হয়ে তাঁকে নিলামের হাইয়েচ গাড়ি পাইয়ে দেওয়ার কথা বলেন মিন্টু। পরে তাঁর কাছ থেকে ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন। 

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘মিন্টু নিজের কাছে পিস্তল রাখতেন। সেই পিস্তল আবার মাঝে মাঝে বের করে দেখাতেন। আসলে সেটি বাচ্চাদের খেলনা পিস্তল। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সব স্বীকার করেছেন। সাভার মডেল থানায় ভুক্তভোগী রাজু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন