হোম > সারা দেশ > ঢাকা

ডায়াবেটিস প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চারটি অসংক্রামক রোগের মধ্যে একটি ডায়াবেটিস। দেশের প্রায় ৮৪ লাখ মানুষ এই রোগে ভুগছেন। চার বছর পর ২০২৫ সালে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বর্তমানে শহর ও গ্রামে প্রায় সমানভাবে বেড়ে চলেছে ডায়াবেটিসের রোগী। তাই গুরুতর অবস্থা বিবেচনায় নিয়ে এখনই এটি প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। 

রোববার বিকেলে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডায়াবেটিসের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা শীর্ষক এক সেমিনারে এই দাবি জানান বিশেষজ্ঞ চিকিৎসকেরা। 

এ সময় বিশেষজ্ঞরা দেশের বর্তমান ডায়াবেটিস পরিস্থিতি সম্পর্কে নানা তথ্য ও চিকিৎসা নিয়ে অসংগতি তুলে ধরেন। একই সঙ্গে নতুন যুগের এই মহামারি ব্যবস্থাপনার পাশাপাশি প্রতিরোধের গুরুত্বও তুলে ধরা হয়। 
 
বারডেম জেনারেল হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১০তম ডায়াবেটিস প্রবণ দেশ এবং বাস্তব পরিস্থিতি এর চেয়েও গুরুতর। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সর্বস্তরের সমন্বিত কর্মপরিকল্পনা এবং ডায়াবেটিক রোগীর সেবায় সুলভে ওষুধ সরবরাহ থেকে শুরু করে অন্যান্য সহযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করা খুবই জরুরি। 

ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব জানিয়ে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, প্রতিশ্রুতিশীল তরুণ গবেষকদের ডায়াবেটিস নিয়ে গবেষণায় আরও এগিয়ে আসতে হবে। এতে করে দেশে এবং রোগীর সামনের দিনগুলোতে সহজে ডায়াবেটিস ব্যবস্থাপনা করা সম্ভব হবে। 

অনুষ্ঠানে সানোফি বাংলাদেশের উদ্যোগে ডায়াবেটিস নিয়ে গবেষণা করায় পাঁচ গবেষককে বিশেষ পুরস্কার ও সম্মানী দেওয়া হয়।

আরও পড়ুন:

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে