হোম > সারা দেশ > ঢাকা

দেনার দায়ে আত্মগোপন, ৫ মাস পর উদ্ধার কিশোর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারের আশুলিয়া থানার জামগড়া এলাকা থেকে নিখোঁজের পাঁচ মাস পর এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার রাতে আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পিবিআই বলছে, কারখানার মালিকের কাছ থেকে আগাম বেতন ও বিভিন্ন দোকান থেকে বাকিতে জিনিসপত্র কিনেছিলেন নিজাম ওরফে মিজান (১৭) নামে ওই কিশোর। দেনার দায় থেকে বাঁচতে নিজেই সে আত্মগোপনে যায়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ।

তিনি জানান, আত্মগোপনে থাকা মিজানকে পাঁচ মাস পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। সে নীলফামারী জেলার জলঢাকা থানার বাঁশদহ গ্রামের জামিয়ার রহমানের ছেলে। গত ১৪ ফেব্রুয়ারি আত্মগোপন করে সে। পরে এই ঘটনায় তার বাবা আদালতে মামলার আবেদন করেন। আদালত পিবিআইকে মামলাটি তদন্তের দায়িত্ব দেন।

মামলা সূত্রে জানা যায়, মিজান আশুলিয়া থানার জামগড়া এলাকার একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ করত। গত ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে নিখোঁজ হয়। এই ঘটনায় মিজানের বাবা জামিয়ার রহমান ঢাকা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালে কারখানার মালিক এবং কর্মচারীসহ সাতজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলার আবেদন করেন।

তদন্তে নেমে পিবিআই জানতে পারে, মিজান কাজ করার সুবাদে আশপাশে বিভিন্ন মুদির দোকান, খাবার হোটেল, মোবাইলের দোকান এবং ভাড়া বাসার মালিক এবং আশপাশের অন্যান্য কারখানার মালিকের কাছ থেকে প্রায় ৬০ হাজার টাকা দেনা করে পালিয়ে যায়। জামিয়ার রহমান ছেলেকে খুঁজে না পেয়ে প্রথমে আশুলিয়া থানায় নিখোঁজের জিডি করেন। আশুলিয়া থানা-পুলিশ মিজানকে উদ্ধারে ব্যর্থ হলে আদালতে মামলার আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সজীবুর রহমান তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঠগড়া এলাকা থেকে মিজানকে উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান জানিয়েছে, অভাব অনটনের কারণে তার বাবা টাকার জন্য প্রায়ই চাপ দিতেন। বাবার চাহিদামতো টাকা না দিতে পেরে হতাশাগ্রস্ত হয়ে কর্মস্থল থেকে আত্মগোপন করে।

মিজানকে আদালতে হাজির করে জবানবন্দি লিপিবদ্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পিবিআই।

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী