হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রীদের যৌন হয়রানি: শিক্ষকের শাস্তি চেয়ে ভিকারুননিসায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখায় বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।

আজ রোববার বেলা সাড়ে ১১ টায় স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে কয়েকজন অভিভাবকও যোগ দেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলে, অভিযুক্ত শিক্ষকের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। তারা এই শিক্ষককে তাদের স্কুলে দেখতে চায় না। 

সমাবেশে শিক্ষার্থীরা ‘প্রত্যাহার নয় বরখাস্ত চাই, মুরাদ হোসেনের শাস্তি চাই’, ‘নিরাপদ স্কুল চাই, মুরাদ হোসেনের শাস্তি চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। এ সময় তারা নানা ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের শাখাপ্রধান শাবনাজ সুলতানা কামাল আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এর আগে গতকাল শনিবার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করা হয়। তাঁকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

তবে কলেজের একটি সূত্র জানিয়েছে, মোহাম্মদ মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করেছে তিন সদস্য বিশিষ্ট কমিটি। ইতিমধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। শিগগির কলেজের পরিচালনা কমিটির সভায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ