হোম > সারা দেশ > ঢাকা

হাজতখানার টয়লেটে মাথা ফেটে রক্তাক্ত সাবেক মন্ত্রী কামরুল: আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ সোমবার এই ঘটনা ঘটেছে বলে জানান তাঁর আইনজীবী নাসিম মাহমুদ।

আইনজীবী বলেন, আজ সকালে দুদকের একটি মামলায় হাজিরা দিতে কামরুল ইসলামকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়া হয়। সেখানে হাজতখানার টয়লেটে গেলে মাথা ঘুরে পড়ে যান কামরুল। এ সময় তাঁর মাথার পেছনে কেটে যায়।

নাসিম মাহমুদ আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে সাবেক মন্ত্রীর মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। পরে তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়। এখন তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আইনজীবী বলেন, কামরুল ইসলাম বিভিন্ন রোগে আক্রান্ত। পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত মন্ত্রী দিনদিন দুর্বল হয়ে পড়ছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক জোবায়ের বিষয়টির সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৮ নভেম্বর উত্তরার একটি বাড়ি থেকে কামরুল ইসলামকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার মামলা এবং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর বিভিন্ন মামলায় দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার