হোম > সারা দেশ > ঢাকা

হাজতখানার টয়লেটে মাথা ফেটে রক্তাক্ত সাবেক মন্ত্রী কামরুল: আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ সোমবার এই ঘটনা ঘটেছে বলে জানান তাঁর আইনজীবী নাসিম মাহমুদ।

আইনজীবী বলেন, আজ সকালে দুদকের একটি মামলায় হাজিরা দিতে কামরুল ইসলামকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়া হয়। সেখানে হাজতখানার টয়লেটে গেলে মাথা ঘুরে পড়ে যান কামরুল। এ সময় তাঁর মাথার পেছনে কেটে যায়।

নাসিম মাহমুদ আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে সাবেক মন্ত্রীর মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। পরে তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়। এখন তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আইনজীবী বলেন, কামরুল ইসলাম বিভিন্ন রোগে আক্রান্ত। পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত মন্ত্রী দিনদিন দুর্বল হয়ে পড়ছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক জোবায়ের বিষয়টির সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৮ নভেম্বর উত্তরার একটি বাড়ি থেকে কামরুল ইসলামকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার মামলা এবং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর বিভিন্ন মামলায় দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন