হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচন কমিশন ভবনে অগ্নি সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের মহড়া

নির্বাচন কমিশন ভবনে অগ্নি সচেতনতা বাড়াতে মহড়া ফায়ার সার্ভিসের। ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে অগ্নিনিরাপত্তা-বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং নির্বাচন কমিশন ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কর্মকর্তাদের উপস্থিতিতে অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপণে করণীয় ও প্রাথমিক চিকিৎসা-উদ্ধার বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক।

এরপর নির্বাচন কমিশন ভবনের সামনে অগ্নিনির্বাপণ-বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় নির্বাচন কমিশন ভবনে কৃত্রিম অগ্নিকাণ্ড পরিস্থিতি তৈরি করা হয়। ফায়ার সার্ভিসের বিশেষায়িত গাড়ি টার্ন টেবিল লেডারের সাহায্যে আটকে পরা লোক উদ্ধার, অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা প্রদান কার্যক্রম প্রদর্শন করা হয়। এ ছাড়া ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিনির্বাপণ ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতিও প্রদর্শন করা হয়।

মহড়া শেষে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে সিনিয়র সচিব আখতার আহমেদ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘এ মহড়া শুধু সচেতন করছে তা নয়, আমাদের আত্মবিশ্বাস বাড়াতেও সহযোগিতা করবে।’ তিনি এ প্রশিক্ষণ ও মহড়া থেকে পাওয়া অভিজ্ঞতা পরিবারের সদস্যদের সচেতনতা বাড়াবে বলে প্রত্যাশা করেন।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা