হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কাফরুলে মাইক্রো-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কাফরুল থানার বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, তাঁদের বয়স ২২-২৩ বছরের মধ্যে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল বলেন, রাতে জরুরি নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহতাবস্থায় দুই যুবকের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, জানতে পেরেছি ওই দুইজন একটি মোটরসাইকেলে ছিল। তাঁদের মাথায় কোনো হেলমেট ছিল না। দুজনের পরনে হাফপ্যান্ট ও গেঞ্জি ছিল। একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এসআই বাদল আরও বলেন, ঘটনাটি কাফরুল থানা এলাকায় পড়েছে। পরবর্তী ব্যবস্থা কাফরুল থানা নেবে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাস কাফরুল থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিজয় সরণিতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন