হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় পদ্মায় নৌকা ডুবে কৃষক নিখোঁজ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় নৌকা ডুবে মো. আব্দুল কুদ্দুস (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের পদ্মা নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আব্দুল কুদ্দুস ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে। 

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস পদ্মার চরে তাঁর জমিতে কৃষিকাজের জন্য যাচ্ছিলেন। একটি নৌকায় ১৬ জন কৃষক যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে পদ্মার চরের মাঝামাঝি গেলে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সবাই চিৎকার করলে স্থানীয়রা ঘাট থেকে নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৩ জনকে উদ্ধার করে। আব্দুল কুদ্দুস নদীতে তলিয়ে গেলে তাঁকে উদ্ধার করতে যায়নি। পরে পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

ডুবে যাওয়া নৌকায় থাকা মো. নান্নু মল্লিক বলেন, ‘আমরা চরপাড়া বেড়িবাঁধ ঘাট থেকে কাজের উদ্দেশ্যে পদ্মার চরে যাচ্ছিলাম। ঘাটের একটু দূরে এলে পানির ঢেউয়ে নৌকায় পানি উঠে তলিয়ে যায়। পরে ঘাট থেকে দুটি নৌকা এসে আমাদের উদ্ধার করে।’ 

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, ‘সকাল ১০টার দিকে সংবাদ পাই। পরে ফরিদপুর থেকে আমাদের দুজন ডুবুরি এসে দুপুর ১২টা থেকে উদ্ধারকাজ শুরু করেছে। এখন পর্যন্ত উদ্ধারকাজ চলমান।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির