হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় পদ্মায় নৌকা ডুবে কৃষক নিখোঁজ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় নৌকা ডুবে মো. আব্দুল কুদ্দুস (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের পদ্মা নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আব্দুল কুদ্দুস ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে। 

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস পদ্মার চরে তাঁর জমিতে কৃষিকাজের জন্য যাচ্ছিলেন। একটি নৌকায় ১৬ জন কৃষক যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে পদ্মার চরের মাঝামাঝি গেলে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সবাই চিৎকার করলে স্থানীয়রা ঘাট থেকে নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৩ জনকে উদ্ধার করে। আব্দুল কুদ্দুস নদীতে তলিয়ে গেলে তাঁকে উদ্ধার করতে যায়নি। পরে পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

ডুবে যাওয়া নৌকায় থাকা মো. নান্নু মল্লিক বলেন, ‘আমরা চরপাড়া বেড়িবাঁধ ঘাট থেকে কাজের উদ্দেশ্যে পদ্মার চরে যাচ্ছিলাম। ঘাটের একটু দূরে এলে পানির ঢেউয়ে নৌকায় পানি উঠে তলিয়ে যায়। পরে ঘাট থেকে দুটি নৌকা এসে আমাদের উদ্ধার করে।’ 

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, ‘সকাল ১০টার দিকে সংবাদ পাই। পরে ফরিদপুর থেকে আমাদের দুজন ডুবুরি এসে দুপুর ১২টা থেকে উদ্ধারকাজ শুরু করেছে। এখন পর্যন্ত উদ্ধারকাজ চলমান।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস