হোম > সারা দেশ > ঢাকা

টিএসসিতে গাছ ভেঙে পড়ে রিকশাচালকের মৃত্যু, আহত ২

ঢামেক প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গাছ ভেঙে পড়ে এক রিকশাচালক নিহত হয়েছেন। তাঁর নাম শফিকুল ইসলাম (৩৫) বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ঢাবি শিক্ষার্থীসহ আরও দুজন। 

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টির শুরু হওয়ার পরপরই ঝোড়ো বাতাসের সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত রিকশাচালকসহ তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৬টার দিকে রিকশাচালককে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদা বিনতে রোকন (২২) এবং কাপড় ব্যবসায়ী সাইফুল বারি প্রদীপ (৩০)।

আহতরা জানান, বিকেলে বৃষ্টি শুরু হলে তাঁরা টিএসসিতে কেউ গাছের নিচে কেউবা দোকানে দাঁড়ান। তখন ঝোড়ো বাতাসে একটি বড় গাছ ভেঙে রাস্তায় পড়ে। ওই গাছের নিচে চাপা পড়েন রিকশাচালক। এ ছাড়া গাছের ডালের আঘাতে আহত হন ওই রিকশার যাত্রী ওয়াহিদা ও আরেক রিকশার যাত্রী প্রদীপ।

আহত প্রদীপ জানান, তিনি খিলগাঁওয়ে কাপড়ের ব্যবসা করেন। কাপড় কেনার জন্য রিকশায় পোস্তগোলা যাচ্ছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তিনি টিএসসিতে রিকশা থেকে নেমে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন। তখন গাছ ভেঙে পড়লে সেই ডালপালার আঘাত লাগে তাঁর শরীরে।

এদিকে নিহত শফিকুলের মোবাইল ফোনে যোগাযোগ করে তাঁর ভাতিজা রায়হানের কাছ থেকে জানা যায়, শফিকুলের বাড়ি শেরপুর সদর উপজেলার আমবাড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম খাবের আলী।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তাঁর স্বজনদের জানানো হয়েছে। তবে দুজন সামান্য আহত হয়েছেন। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন