হোম > সারা দেশ > ঢাকা

পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার দেশ টিভির এমডি

উত্তরা (ঢাকা), প্রতিনিধি

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। ফাইল ছবি

পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৯ জুলাই উত্তরা-১ নম্বর সেক্টরের স্কলাস্টিকা স্কুলের সামনে মাইলস্টোনের ১০ম শ্রেণীর ছাত্র মো. সজিব আহমেদকে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর বাবা মো. সুমন বাদী হয়ে শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে হত্যা মামলা করেন। ওই মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামী করা হয়।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই মামলার আসামী হলেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। তিনি দেশত্যাগের চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। পরে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আমরা নিরাপত্তার স্বার্থে তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন