হোম > সারা দেশ > ঢাকা

পুলিশি হামলার বিচারের আগে উপদেষ্টাকে বোতল মারা শিক্ষার্থীকে গ্রেপ্তার নয়: রইছ উদ্দিন

জবি প্রতিনিধি 

শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

এখন থেকে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দিন। একই সময় উপদেষ্টার দিকে বোতল ছুড়ে মারা শিক্ষার্থীকে গ্রেপ্তারে বিরত থাকতেও বলেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১২টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এমনটি জানান। ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘পুলিশি হামলার বিচার না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা যাবে না।’

সরকারের পক্ষ থেকে এখনো সবুজ সংকেত আসেনি জানিয়ে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘ওনারা যেহেতু আমাদের কথা শুনার প্রয়োজনবোধ করছেন না, আপনারা গণমাধ্যমই আমাদের সম্বল। আমাদের দাবি আদায় হবে, না হয় মৃত্যু হবে। সরকারের পক্ষ থেকে গ্রিন সিগনাল পাইনি এখনো।

ড. মো. রইছ উদ্দিন আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য এলে আমরা স্থান ত্যাগ করব। চলমান কর্মসূচি আমাদের চলবে। শিক্ষক শিক্ষার্থীরা এখানেই রাত্রি যাপন করবেন। শুক্রবারও সাবেক ও বর্তমান জবিয়ানদের সমাবেশ হবে সকাল ১০টায়। বাদ জুমা গণঅনশনে বসে যাব আমরা।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ