হোম > সারা দেশ > ঢাকা

ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে: মেয়র আতিক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ গড়ে তুলতে হবে। আর সোনার মানুষ গড়তে ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

আজ সোমবার উত্তরা ৪ নম্বর সেক্টর মাঠে ডিএনসিসির মেয়রস কাপ টুর্নামেন্টের ভলিবল পর্বের উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেছেন। 

মেয়র আতিক বলেন, ‘এ শহর আমাদের সবার, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। তাই মাঠগুলোতে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাজেটে ক্রীড়ার জন্য বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে।’ 

তিনি রাজউক এবং ডেভেলপার্স কোম্পানিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নকশায় যে পার্ক ও খেলার মাঠ থাকে তা যেন প্লট হিসেবে বরাদ্দ না দেওয়া হয়। 

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা ২৪টি মাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছি যেগুলো আগে অবৈধ দখলে ছিল। সেগুলোর মধ্যে ৪টি মাঠ এরই মধ্যে উন্মুক্ত করা হয়েছে, বাকি মাঠগুলোতে আধুনিকায়নের কাজ চলমান রয়েছে, আগামী রোজার পরে আরও ১৮টি মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।’ 

অনুষ্ঠানে ডিএনসিসির কাউন্সিলরেরা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’