হোম > সারা দেশ > ঢাকা

ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে: মেয়র আতিক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ গড়ে তুলতে হবে। আর সোনার মানুষ গড়তে ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

আজ সোমবার উত্তরা ৪ নম্বর সেক্টর মাঠে ডিএনসিসির মেয়রস কাপ টুর্নামেন্টের ভলিবল পর্বের উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেছেন। 

মেয়র আতিক বলেন, ‘এ শহর আমাদের সবার, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। তাই মাঠগুলোতে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাজেটে ক্রীড়ার জন্য বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে।’ 

তিনি রাজউক এবং ডেভেলপার্স কোম্পানিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নকশায় যে পার্ক ও খেলার মাঠ থাকে তা যেন প্লট হিসেবে বরাদ্দ না দেওয়া হয়। 

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা ২৪টি মাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছি যেগুলো আগে অবৈধ দখলে ছিল। সেগুলোর মধ্যে ৪টি মাঠ এরই মধ্যে উন্মুক্ত করা হয়েছে, বাকি মাঠগুলোতে আধুনিকায়নের কাজ চলমান রয়েছে, আগামী রোজার পরে আরও ১৮টি মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।’ 

অনুষ্ঠানে ডিএনসিসির কাউন্সিলরেরা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি