হোম > সারা দেশ > ঢাকা

ভুতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন, পিপিকে শাজাহান খানের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান শুনানি শেষে আদলতে কথা বলেন। ছবি: সংগৃহীত

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ নির্দেশ দেন।

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় শাজাহান খান, সালমান এফ রহমান ও আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তদন্ত কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। পরে তাঁদের আবার কারাগারে পাঠানো হয়।

এদিকে রিমান্ড শুনানিকালে কথা বলেন শাজাহান খান। তিনি ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকীর উদ্দেশে বলেন, ‘বিজ্ঞ পিপি সাহেব বিএনপির বড় নেতা। ভুতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন?’

জবাবে পিপি বলেন, ‘আপনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারক ছিলেন। মিটিং করে সরকারের বিরুদ্ধে আন্দোলন দমাতে আপনারা বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। আপনাদের বিরুদ্ধে মামলা করেছেন ভিকটিম এবং মৃত ব্যক্তিদের আত্মীয়স্বজন। আমরা মামলা করিনি, শুধু বিচারে সহযোগিতা করছি।’

পরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর আদালত থেকে সবাইকে হাজতখানায় নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কুশলবিনিময় করেন শাজাহান খান। একপর্যায়ে তিনি বলেন, ‘মব সৃষ্টি করে যারা মানুষ হত্যা করেছে, তাদেরও একদিন বিচার হবে।’

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ