হোম > সারা দেশ > ঢাকা

ভুতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন, পিপিকে শাজাহান খানের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান শুনানি শেষে আদলতে কথা বলেন। ছবি: সংগৃহীত

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ নির্দেশ দেন।

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় শাজাহান খান, সালমান এফ রহমান ও আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তদন্ত কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। পরে তাঁদের আবার কারাগারে পাঠানো হয়।

এদিকে রিমান্ড শুনানিকালে কথা বলেন শাজাহান খান। তিনি ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকীর উদ্দেশে বলেন, ‘বিজ্ঞ পিপি সাহেব বিএনপির বড় নেতা। ভুতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন?’

জবাবে পিপি বলেন, ‘আপনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারক ছিলেন। মিটিং করে সরকারের বিরুদ্ধে আন্দোলন দমাতে আপনারা বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। আপনাদের বিরুদ্ধে মামলা করেছেন ভিকটিম এবং মৃত ব্যক্তিদের আত্মীয়স্বজন। আমরা মামলা করিনি, শুধু বিচারে সহযোগিতা করছি।’

পরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর আদালত থেকে সবাইকে হাজতখানায় নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কুশলবিনিময় করেন শাজাহান খান। একপর্যায়ে তিনি বলেন, ‘মব সৃষ্টি করে যারা মানুষ হত্যা করেছে, তাদেরও একদিন বিচার হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন