হোম > সারা দেশ > ঢাকা

ভুতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন, পিপিকে শাজাহান খানের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান শুনানি শেষে আদলতে কথা বলেন। ছবি: সংগৃহীত

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ নির্দেশ দেন।

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় শাজাহান খান, সালমান এফ রহমান ও আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তদন্ত কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। পরে তাঁদের আবার কারাগারে পাঠানো হয়।

এদিকে রিমান্ড শুনানিকালে কথা বলেন শাজাহান খান। তিনি ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকীর উদ্দেশে বলেন, ‘বিজ্ঞ পিপি সাহেব বিএনপির বড় নেতা। ভুতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন?’

জবাবে পিপি বলেন, ‘আপনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারক ছিলেন। মিটিং করে সরকারের বিরুদ্ধে আন্দোলন দমাতে আপনারা বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। আপনাদের বিরুদ্ধে মামলা করেছেন ভিকটিম এবং মৃত ব্যক্তিদের আত্মীয়স্বজন। আমরা মামলা করিনি, শুধু বিচারে সহযোগিতা করছি।’

পরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর আদালত থেকে সবাইকে হাজতখানায় নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কুশলবিনিময় করেন শাজাহান খান। একপর্যায়ে তিনি বলেন, ‘মব সৃষ্টি করে যারা মানুষ হত্যা করেছে, তাদেরও একদিন বিচার হবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু