হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে ওয়াশিং ফ্যাক্টরিতে বিস্ফোরণ, দগ্ধ ২ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানের একটি ওয়াশিং ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাসেল (২০) ও শাওন (২২) নামে দুজন দগ্ধ হয়েছেন। 

দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় রোডের এ এল এম ওয়াশিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছে স্থানীয়রা। 

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া আজকের পত্রিকাকে বলেন, দক্ষিণখানের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় রোডের এ এল এম ওয়াশিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনায় দুজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জাতীয় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাত দিয়ে বিস্ফোরণ সম্পর্কে এসআই ফারুক মিয়া বলেন, ফ্যাক্টরির ড্রায়ার লিক হয়ে যায়। পরে নিচে পড়ে থাকা ডাস্টে (ঝুট) কোনোভাবে আগুন লাগে। সেখান থেকেই ড্রায়ার বিস্ফোরণ হয়।

এসআই বলেন, অগ্নিকাণ্ডের পর ওই ফ্যাক্টরির শ্রমিকেরাই পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ড্রায়ারে থাকা কিছু কাপড়চোপড় পুড়ে গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট