হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে প্যাডেল বোট থেকে পড়ে মধ্যবয়সীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলে পানিতে ডুবে এবাদত হোসেন (৪৮) নামে একজন মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মেরুল বাড্ডা হাতিরঝিলের পানিতে প্যাডেল নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

এবাদত হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোসংকবাটি সরদারপাড়া গ্রামের মো. ইলিয়াস উদ্দিনের ছেলে। বর্তমানে মিরপুর দক্ষিণ পীরেরবাগ এলাকায় স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন। 

এবাদতের স্ত্রীর বড় ভাই মো. এতিয়ার হোসেন জাকির জানান, এবাদত একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। আজ কয়েকজন বন্ধু মিলে মেরুল বাড্ডার একটি রেস্টুরেন্টে ইফতার করেন। পরে কয়েকজন হাতিরঝিলে প্যাডেল বোটে উঠেন। বোর্ট থেকে হঠাৎ পানিতে পড়ে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাঁকে উদ্ধার করে। পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে এলে মারা যান।

হাতিরঝিল থানার পরিদর্শক তদন্ত আব্দুল কুদ্দুস জানান, সন্ধ্যার দিকে কয়েকজন মিলে হাতিরঝিলের প্যাডেল বোটে ওঠেন। সেখান থেকে পানিতে পড়ে ডুবে যান একজন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা