হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে প্যাডেল বোট থেকে পড়ে মধ্যবয়সীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলে পানিতে ডুবে এবাদত হোসেন (৪৮) নামে একজন মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মেরুল বাড্ডা হাতিরঝিলের পানিতে প্যাডেল নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

এবাদত হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোসংকবাটি সরদারপাড়া গ্রামের মো. ইলিয়াস উদ্দিনের ছেলে। বর্তমানে মিরপুর দক্ষিণ পীরেরবাগ এলাকায় স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন। 

এবাদতের স্ত্রীর বড় ভাই মো. এতিয়ার হোসেন জাকির জানান, এবাদত একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। আজ কয়েকজন বন্ধু মিলে মেরুল বাড্ডার একটি রেস্টুরেন্টে ইফতার করেন। পরে কয়েকজন হাতিরঝিলে প্যাডেল বোটে উঠেন। বোর্ট থেকে হঠাৎ পানিতে পড়ে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাঁকে উদ্ধার করে। পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে এলে মারা যান।

হাতিরঝিল থানার পরিদর্শক তদন্ত আব্দুল কুদ্দুস জানান, সন্ধ্যার দিকে কয়েকজন মিলে হাতিরঝিলের প্যাডেল বোটে ওঠেন। সেখান থেকে পানিতে পড়ে ডুবে যান একজন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা