হোম > সারা দেশ > ঢাকা

শিল্পাঞ্চল আশুলিয়ায় ৪ ঘণ্টার লোডশেডিং

সাভার (ঢাকা) প্রতিনিধি

দেশের অন্যতম শিল্পাঞ্চল ঢাকার আশুলিয়াও পড়েছে লোডশেডিংয়ের কবলে। নিরবচ্ছিন্ন সংযোগ থাকার কথা থাকলেও বিদ্যুতের ঘাটতির কারণে এখন আশুলিয়ায় ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এতে করে ব্যাহত হচ্ছে শিল্পাঞ্চলের কারখানাগুলোর শিল্পোৎপাদন, উৎপাদন চালু রাখতে হচ্ছে বাড়তি খরচ। এতে শঙ্কায় পড়েছে প্রতিষ্ঠানগুলো। অতিরিক্ত গরমে জনজীবনেও পড়ছে এর বিরূপ প্রভাব। আশুলিয়ার পাশাপাশি সাভার ও ধামরাইয়েও দেখা দিয়েছে বিদ্যুৎ ঘাটতি।

আজ বৃহস্পতিবার দুপুরে লোডশেডিং সম্পর্কিত তথ্য জানান আশুলিয়া অঞ্চলের বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডিজিএম (সদর-কারিগরি) মোহাম্মদ আব্দুল জলিল মিয়া। পল্লী বিদ্যুৎ সমিতি ১ ঢাকার আশুলিয়া ও গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে। এতে করে কালিয়াকৈরেও একইভাবে বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়ছেন সাধারণ জনগণ। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন এই অঞ্চলে গড়ে ৩৯০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও ঘাটতি আছে প্রায় ৯০ মেগাওয়াট। ফলে শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা লোড শেডিং হচ্ছে।

আশুলিয়ার জামগড়া এলাকার পোশাক কারখানা দিব্য ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এখন প্রতিদিন প্রায় ৮ হাজার টাকা অতিরিক্ত খরচ হয় জেনারেটরের জ্বালানি তেলের জন্য। আরও বড় কারখানার আরও বেশি খরচ হয়। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকলে তো এই অতিরিক্ত খরচটা হতো না। আমাদের উৎপাদন ব্যয় বাড়ছে।’

প্রকৌশলী আব্দুল জলিল মিয়া বলেন, ‘জাতীয় পর্যায়ে গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে সারা দেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় লোডশেডিং হচ্ছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিতরণ ব্যবস্থার শতভাগ সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোড শেডিং দিতে হচ্ছে। এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সকলের সহযোগিতা একান্ত কাম্য।’

প্রচণ্ড গরমে বিদ্যুতের বিভ্রাট নিয়ে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। আশুলিয়ার ডেন্ডাবর এলাকার ফল ব্যবসায়ী আলম মিয়া বলেন, ‘কারেন্ট ১ ঘণ্টা থাকে, সারা দিন ভইরাই এমন করতাছে। দিন রাত ২৪ ঘণ্টাই এমন চলে। কারেন্টের কারণে নানা ঝামেলার মধ্যে আছি। ব্যবসা-বাণিজ্য তো আগের মতো নাইকা। কাস্টমার বাজারে আসে না।’ 

আরেক ব্যবসায়ী সেলিম মন্ডল বলেন, ‘বিল্ডিং গুলাতে দেখা যায় ৪-৫টা করে এসি। তারা বিদ্যুৎ ফুরাইতেছে বেশি। সাধারণ ফ্যান চালাইলেও তো তারা থাকতে পারে।’ 

কথা হয় পথচারী নাহিদ হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘কারেন্ট তো একটু পরপরই চলে যায়। বাচ্চাকাচ্চারা গরমে কান্নাকাটি করে। দেশের তো উন্নতি হচ্ছে, কিন্তু এতে তো দেশের ক্ষতি হচ্ছে। মার্কেটে লাখ লাখ টাকা খরচ করে মানুষ ব্যবসা করতে বসছে। অন্ধকারে বেচাকেনা করতে পারে না।’ 

এদিকে ঢাকার সাভার অঞ্চল ও ধামরাই উপজেলার বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এও রয়েছে বিদ্যুতের ঘাটতি। সাভারের পৌরসভা থেকে শুরু করে পুরো সাভার থানা এলাকা এবং আশুলিয়ার নয়ারহাট ও পার্শ্ববর্তী ধামরাই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। এখানেও ২ থেকে ৩ ঘণ্টার লোড শেডিং চলছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডিজিএম (সদর-কারিগরি) প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের চাহিদা আছে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট, কিন্তু ঘাটতি তো ভেরিয়েশন হয়। যেমন আজকে আমাদের ৪০ মেগাওয়াট ঘাটতি আছে। গড়ে আমাদের ১২ থেকে ১৫ শতাংশ ঘাটতি থাকে। আবার কোনো সময় ঘাটতি থাকে না, তখন দেখা যায় টানা ২-৩ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। যেসব ফিডারে ৫০ শতাংশের ওপর ইন্ডাস্ট্রিয়াল লোড আছে সে জায়গায় আমরা নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা করছি।’

তবে আশার কথা হচ্ছে আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে থেমে নেই শিল্পোৎপাদন। কারণ তারা নিজেরাই নিজেদের পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে থাকে। শুধু তাই নয়, নিজেদের উৎপাদিত চাহিদার অবশিষ্ট বিদ্যুৎ তারা জাতীয় গ্রিডেও সরবরাহ করে থাকে। 

এ তথ্য নিশ্চিত করেন বেপজার নির্বাহী পরিচালক (পিআর) নাজমা বিনতে আলমগীর বলেন, ‘ডিইপিজেডে আমাদের ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে। আমাদের নিজেদের চাহিদা আছে ৪০-৫০ মেগাওয়াট। বাকিটা আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করি। এমনকি বিকেল ৫টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত আমাদের সকল কারখানা বন্ধ থাকায় আমাদের উৎপাদিত সম্পূর্ণ বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করি। তবে রাতে কিছু কারখানা খোলা থাকলে হয়তো ৮-১০ মেগাওয়াট আমাদের প্রয়োজন হয়।’

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন