হোম > সারা দেশ > মাদারীপুর

অবৈধভাবে বালু তোলায় কালকিনিতে ৩ জনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি

আড়িয়াল খা নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে মাদারীপুরের কালকিনিতে জাহাঙ্গীর হোসেন (৩০), মো. রাজিব হোসেন (৩২) ও রিয়াজ হাওলাদার (৩০) নামে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন। এ খবর পেয়ে বাশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযানে যান কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। 

দুই ঘণ্টা অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন, মো. রাজিব হোসেন ও রিয়াজ হাওলাদার নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক তিনজনের বাড়ি বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। 

কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান চালিয়ে বালু ব্যবসায়ীদের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস বলেন, ‘খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন বালু ব্যবসায়ীকে কারাদন্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে