হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গু বিস্তাররোধী কার্যক্রম নিয়মিত তদারক করা হচ্ছে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এবং ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচালিত কার্যক্রম নগর ভবনে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে সরাসরি তদারক করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ বুধবার দুপুরে নিউমার্কেট-গাউছিয়া ফুট ওভারব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

মেয়র তাপস বলেন, ‘এডিস মশার প্রজনন ও বিস্তারের এটি ভরা মৌসুম। এ জন্য অগ্রিমভাবে আমরা নিয়ন্ত্রণকক্ষ খুলেছি এবং নিয়ন্ত্রণকক্ষ থেকে সরেজমিন তদারক করছি। যেসব জায়গায় আমরা তথ্য (এডিস মশার প্রজননস্থল সম্পর্কে) পাচ্ছি, (ডেঙ্গু) রোগীর ঠিকানা পাচ্ছি, সেই সব জায়গায় গিয়ে উৎসস্থল ধ্বংস করছি, সেখানে সকালে লার্ভিসাইডিং করছি, বিকেলে পুরো ৩০০ গজ এলাকা নিয়ে ফগিং করে দিচ্ছি, যাতে এডিস মশার বিস্তার প্রতিরোধ করতে পারি।’

গতবারের তুলনায় এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা অর্ধেকের চেয়েও কম উল্লেখ করে মেয়র বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে প্রতিটা ওয়ার্ডে আমাদের দিনব্যাপী যে কার্যক্রম, সেই কার্যক্রমের সুফল পেতে শুরু করেছি। এখন পর্যন্ত আমরা এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’

এর আগে ডিএসসিসির মেয়র শেখ হাসিনা বার্ন ইউনিট-সংলগ্ন রাস্তা পরিদর্শন, বকশীবাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত পরিদর্শন করেন। যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা