হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গু বিস্তাররোধী কার্যক্রম নিয়মিত তদারক করা হচ্ছে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এবং ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচালিত কার্যক্রম নগর ভবনে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে সরাসরি তদারক করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ বুধবার দুপুরে নিউমার্কেট-গাউছিয়া ফুট ওভারব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

মেয়র তাপস বলেন, ‘এডিস মশার প্রজনন ও বিস্তারের এটি ভরা মৌসুম। এ জন্য অগ্রিমভাবে আমরা নিয়ন্ত্রণকক্ষ খুলেছি এবং নিয়ন্ত্রণকক্ষ থেকে সরেজমিন তদারক করছি। যেসব জায়গায় আমরা তথ্য (এডিস মশার প্রজননস্থল সম্পর্কে) পাচ্ছি, (ডেঙ্গু) রোগীর ঠিকানা পাচ্ছি, সেই সব জায়গায় গিয়ে উৎসস্থল ধ্বংস করছি, সেখানে সকালে লার্ভিসাইডিং করছি, বিকেলে পুরো ৩০০ গজ এলাকা নিয়ে ফগিং করে দিচ্ছি, যাতে এডিস মশার বিস্তার প্রতিরোধ করতে পারি।’

গতবারের তুলনায় এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা অর্ধেকের চেয়েও কম উল্লেখ করে মেয়র বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে প্রতিটা ওয়ার্ডে আমাদের দিনব্যাপী যে কার্যক্রম, সেই কার্যক্রমের সুফল পেতে শুরু করেছি। এখন পর্যন্ত আমরা এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’

এর আগে ডিএসসিসির মেয়র শেখ হাসিনা বার্ন ইউনিট-সংলগ্ন রাস্তা পরিদর্শন, বকশীবাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত পরিদর্শন করেন। যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন