হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত তরুণীর নাম রুমা আক্তার (৩০)। তিনি শহরের মিলপাড় এলাকার নাসির উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রুমা তাঁর তিন বছরের সন্তানকে নিয়ে ভ্যানে চড়ে পৌর শহর থেকে বাসায় ফিরছিলেন। পথে মিলপাড়ে মা ও শিশু কেয়ার ক্লিনিকের কাছে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে সন্তানসহ রুমা রাস্তায় পড়ে যান। তখন রুমার গালে ছুরিকাঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল।

আশপাশের লোকজন আহত রুমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযান চালিয়ে পৌর এলাকার বাসিন্দা মামুন (২৪) ও ইমন (২৩) নামের দুই যুবককে আটক করে। সখীপুর থানার ওসি জাকির বলেন, ‘খবর পেয়ে নিজেই তাৎক্ষণিক অভিযানে নেমে পড়ি। ইতিমধ্যে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের নিয়ে মালামাল উদ্ধারে এখন অভিযান চলছে।’

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা