হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘পদ্মা সেতু উদ্বোধন, একটি স্বপ্নের উন্মোচন’ শুক্রবার বিকেলে হাতিরঝিলে এ রকম একটি ফেস্টুনের সামনে দাঁড়িয়ে সপরিবারে ছবি তুলছিলেন শ্যামলী থেকে আসা মোহাম্মদ মিজান। কথা বলে জানা গেল, তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। পদ্মা সেতু উদ্বোধনের সঙ্গে তাঁর যাতায়াতের সরাসরি কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও এই সেতু উদ্বোধন নিয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত। এর কারণ জানতে চাইলে মোহাম্মদ মিজান বললেন, ‘আমার এলাকায় যেতে পদ্মা পাড়ি দিতে হয় না, তো কি হইছে? এটা তো আমাদের দেশের গর্ব। আর তাই আমিও এই সেতুর উদ্বোধন নিয়ে আনন্দিত।’

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সেতু বিভাগের আয়োজনে যমুনা ব্যাংক এবং ফাস্ট কমিউনিকেশনের সহযোগিতায় নানা রঙের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ডে বসানো হয়েছে পুরো এলাকাজুড়ে। ছুটির দিনে হাতিরঝিলে আসা দর্শনার্থীদের অনেকেই মিজান সাহেবের মতো উচ্ছ্বাসের সঙ্গে পদ্মা সেতুর ব্যানার, ফেস্টুনের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। সন্ধ্যার পরে বর্ণিল এলইডির আলোয় ফুটিয়ে তোলা হয় পদ্মা সেতুর আদল। বর্ণিল এ আয়োজন উপলক্ষে শুক্রবার বিকেলে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের উত্তর প্রান্তে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সেতু বিভাগ। 

সংবাদ সম্মেলনে যমুনা ব্যাংকের চেয়ারম্যান নূর মুহম্মদ বলেন, ‘এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারায় আমরা আনন্দিত এবং গর্বিত।’ পদ্মা সেতুর টোলের ব্যবস্থাপনায় যমুনা ব্যাংক নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। 

হাতিরঝিলে বাদাম বিক্রি করেন মোহাম্মদ সবুজ মিয়া। পদ্মা সেতুর উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছেন তিনিও। আজকের পত্রিকাকে সবুজ মিয়া বলেন, ‘সেতুডা খুললে সবারই তো ভালা হইবো। যানজট কমবো। কে কোন এলাকার সেইডা তো বড় কথা না। উপকার সবার হইব, এইডাই বড় কথা।’ 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’