হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধীদের সড়ক অবরোধ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা শিক্ষার্থীরা অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার অদূরে ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় অবরোধ করা হয়।

৩০ মিনিট সড়ক অবরোধের কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজার উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের আশ্বাসে ৩০ মিনিট পর অবরোধ উঠিয়ে নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এতে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা অল্প কিছুক্ষণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ রাখে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

প্রসঙ্গত, গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের পর রাত ১০টার দিকে তাকে জোর করে থানাহাজত থেকে তাঁকে বিএনপির নেতা-কর্মীরা ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে মুন্সিগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করেন।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’