হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ী থিয়েটারের আয়োজনে ৪ দিনব্যাপী নাট্যোৎসব

রাজবাড়ী প্রতিনিধি

‘নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে রাজবাড়ীতে রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চার দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত রাজবাড়ীর আজাদী ময়দানে এ আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজবাড়ী থিয়েটারের পক্ষ থেকে শহরের মেজবাহ-উল-করিম রিন্টু স্মৃতি সংস্কৃতি চর্চাকেন্দ্রে সংবাদ সম্মেলন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল। এ সময় উপস্থিত ছিলেন—সংগঠনটির সহসভাপতি কাজী মিজানুর রহমান পলাশ, সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

সংবাদ সম্মেলনে ফয়েজুল হক কল্লোল তাঁর লিখিত বক্তব্যে জানান, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি রাজবাড়ীর ঐতিহাসিক আজাদী ময়দানে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করবেন-ভারতের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

এ নাট্যোৎসবে দেশের স্বনামধন্য নাট্যদলসহ দেশের বাইরে থেকেও একটি নাটকের দল উৎসবে অংশগ্রহণ করবে।

এ বিষয়ে রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা আজকের পত্রিকাকে জানান, রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চার দিনব্যাপী নাট্যোৎসবে ‘কবর’, ‘ঊর্ণাজাল মাংকি ট্রায়াল’, ‘বৈতংসিক’, ‘মাংকি ট্রায়াল’, ‘চন্দ্রগ্রহণ’, ‘লংমার্চ’, ‘সাইরেন’ নাটক মঞ্চায়ন করা হবে। 

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে