হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ী থিয়েটারের আয়োজনে ৪ দিনব্যাপী নাট্যোৎসব

রাজবাড়ী প্রতিনিধি

‘নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে রাজবাড়ীতে রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চার দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত রাজবাড়ীর আজাদী ময়দানে এ আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজবাড়ী থিয়েটারের পক্ষ থেকে শহরের মেজবাহ-উল-করিম রিন্টু স্মৃতি সংস্কৃতি চর্চাকেন্দ্রে সংবাদ সম্মেলন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল। এ সময় উপস্থিত ছিলেন—সংগঠনটির সহসভাপতি কাজী মিজানুর রহমান পলাশ, সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

সংবাদ সম্মেলনে ফয়েজুল হক কল্লোল তাঁর লিখিত বক্তব্যে জানান, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি রাজবাড়ীর ঐতিহাসিক আজাদী ময়দানে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করবেন-ভারতের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

এ নাট্যোৎসবে দেশের স্বনামধন্য নাট্যদলসহ দেশের বাইরে থেকেও একটি নাটকের দল উৎসবে অংশগ্রহণ করবে।

এ বিষয়ে রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা আজকের পত্রিকাকে জানান, রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চার দিনব্যাপী নাট্যোৎসবে ‘কবর’, ‘ঊর্ণাজাল মাংকি ট্রায়াল’, ‘বৈতংসিক’, ‘মাংকি ট্রায়াল’, ‘চন্দ্রগ্রহণ’, ‘লংমার্চ’, ‘সাইরেন’ নাটক মঞ্চায়ন করা হবে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন